আইপিএলের নিলামে ৭ বাংলাদেশি, বাদ সাকিব
ফাইল ছবি
আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের মিনি নিলাম। এই নিলামের জন্য প্রথমে ১৩৫৫–১৩৯০ জন ক্রিকেটার নিবন্ধন করেছিলেন, যার মধ্যে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন ৩৫০ জন।
নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে সাতজন বাংলাদেশি ক্রিকেটার।
তারা হলেন মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান, শরীফুল ইসলাম।
প্রাথমিক তালিকায় থাকা বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান চূড়ান্ত তালিকায় জায়গা করতে পারেননি।
নিলামের জন্য চূড়ান্ত হওয়া ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্যধারী তালিকায় মোস্তাফিজুর রহমান রয়েছেন, যার ভিত্তিমূল্য নির্ধারিত হয়েছে ২ কোটি রুপি।
বাকি পাঁচজন বাংলাদেশি খেলোয়াড়ের (রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরীফুল ইসলাম) ভিত্তিমূল্য হয়েছে ৭৫ লাখ রুপি। স্পিনার রাকিবুল হাসান–এর ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি।
রাকিবুলের বিষয়টি বিশেষ নজর কাড়ে, কারণ তিনি জাতীয় দলে এখনও অভিষেক পাননি। তবে ২০২০ সালের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি এবং নিয়মিত খেলছেন বাংলাদেশ ‘এ’, ইমার্জিং দল ও হাই পারফরম্যান্স স্কোয়াডে। ৬৯ টি–টোয়েন্টিতে তার মোট উইকেট সংখ্যা ৬৯ এবং ইকোনমি রেট ৬.৯০।
আরও পড়ুন: তামিমের নেতৃত্বে যুব এশিয়া কাপের মিশনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে ৩৫ জন খেলোয়াড়কে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, জর্জ লিন্ডে এবং শ্রীলঙ্কার দুনিত ভেল্লালাগে।
চূড়ান্ত তালিকায় ২৪০ জন ভারতীয় এবং ১১০ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। এবার নিলামে ৭৭ জন ক্রিকেটারকে নেওয়া যাবে, যার মধ্যে ৩২ জন বিদেশি ক্রিকেটারের জন্য ফাঁকা থাকবে।
কলকাতা নাইট রাইডার্সের বাজেট নিলামের জন্য সর্বোচ্চ ৬৪.৩০ কোটি রুপি। এই ফ্র্যাঞ্চাইজি ৬ জন বিদেশিসহ ১৩ জন খেলোয়াড়ের জায়গা পূরণ করবে।
আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনো জাতীয় দলে অভিষেক না হওয়া, পাঁচ বছর আগে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা, বা পাঁচ বছর কেন্দ্রীয় চুক্তি না থাকা ক্রিকেটারকে আনক্যাপড হিসেবে বিবেচনা করা হয়। ভারতের ২৪০ ক্রিকেটারের মধ্যে ২২৪ জন এবং বিদেশি ১১০ জনের মধ্যে ১৪ জন আনক্যাপড।
এইবারের নিলামের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারেন অস্ট্রেলিয়ার পেস অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।
অন্যদিকে, অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল অংশ নিচ্ছেন না, কারণ তিনি নিজের নাম নিবন্ধন করেননি।
মিনি নিলাম নিয়ে বাংলাদেশ ক্রিকেটফ্যানদের নজর থাকবে বিশেষ করে মোস্তাফিজুর রহমানের দিকে, যিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি–টোয়েন্টি খেলছেন এবং দুবাই ক্যাপিটালসের হয়ে অসাধারণ ফর্মে রয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








