গোল্ডেন গ্লোবে মনোনয়ন পাওয়া সিনেমাগুলো
ছবি: সংগৃহীত
হলিউডের অন্যতম সম্মানজনক গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮৩তম আসরের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। মার্কিন অভিনেতা ও প্রযোজক মার্লন ওয়ায়েন্স এবং অভিনেত্রী স্কাই পি. মার্শাল এই মনোনয়ন তালিকা লস অ্যাঞ্জেলেস থেকে প্রকাশ করেন।
বাংলাদেশ সময় সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ২৮টি বিভাগের মনোনীত নাম প্রকাশিত হয়।
তালিকায় সিনেমা, টেলিভিশন, অভিনয় ও সৃজনশীল বিভাগের সেরা নামগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।
আগামী ১১ জানুয়ারি লস অ্যাঞ্জেলেসের দ্য বেভারলি হিলটন হোটেলে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। অনুষ্ঠান সিবিএস নেটওয়ার্কের মাধ্যমে ১৮৫টির বেশি দেশে সরাসরি সম্প্রচার করা হবে। এদিন চলচ্চিত্রের আজীবন সম্মাননা হিসেবে ব্রিটিশ অভিনেত্রী হেলেন মিরেন, আর টেলিভিশনের আজীবন সম্মাননা হিসেবে আমেরিকান অভিনেত্রী সারাহ জেসিকা পার্কারকে বিশেষ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
সঞ্চালক হিসেবে অনুষ্ঠানে থাকবেন গ্র্যামি, গোল্ডেন গ্লোব ও এমি অ্যাওয়ার্ড মনোনীত কমেডিয়ান-অভিনেত্রী নিকি গ্লেজার।
হলিউডের ‘পার্টি অব দ্য ইয়ার’ হিসেবে পরিচিত এই আসরে সর্বাধিক ৯টি বিভাগে মনোনয়ন পেয়েছে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’। সিনেমাটি একজন সাবেক বিপ্লবীর মেয়েকে অপহরণের ঘটনা কেন্দ্র করে নির্মিত।
ডিক্যাপ্রিও ছাড়াও শন পেন, টিয়ানা টেলর, বেনিসিও দেল তোরো ও চেস ইনফিনিটি অভিনয়ের জন্য মনোনয়ন পেয়েছেন।
দ্বিতীয় অবস্থানে রয়েছে নরওয়ের বহুভাষিক পারিবারিক ড্রামা ‘সেন্টিমেন্টাল ভ্যালু’, যা মোট ৮টি বিভাগে মনোনীত হয়েছে।
অন্য মনোনয়নপ্রাপ্ত সিনেমা:
- ‘সিনার্স’ – ৭টি বিভাগে মনোনয়ন; রায়ান কুগলার পরিচালিত অতিপ্রাকৃত ভৌতিক ছবি।
- ‘হ্যামনেট’ – ৬টি বিভাগে মনোনয়ন; উইলিয়াম শেক্সপিয়র ও তার স্ত্রীর জীবন ভিত্তিক।
- ‘ফ্রাঙ্কেনস্টাইন’ ও ‘উইকেড: ফর গুড’ – ৫টি করে মনোনয়ন।
- ‘ইট ওয়াজ জাস্ট অ্যান এক্সিডেন্ট’ – ৪টি বিভাগে মনোনয়ন; ইরানি পরিচালক জাফর পানাহির চলচ্চিত্র।
আরও পড়ুন: ১৩ ডিসেম্বর ঢাকায় গাইবেন আতিফ আসলাম
প্রধান অভিনয় মনোনয়ন:
- সেরা অভিনেতা (ড্রামা): জোয়েল এজারটন, অস্কার আইজ্যাক, ডোয়াইন জনসন, মাইকেল বি. জর্ডান, ওয়াগনার মুরা, জেরেমি অ্যালেন হোয়াইট।
- সেরা অভিনেত্রী (ড্রামা): জেসি বাকলি, জেনিফার লরেন্স, রেনোতে রাইন্সভে, জুলিয়া রবার্টস, টেসা থম্পসন, এভা ভিক্টর।
- সেরা অভিনেতা (মিউজিক্যাল/কমেডি): টিমোতি শ্যালামে, জর্জ ক্লুনি, লিওনার্দো ডিক্যাপ্রিও, ইথান হক, লি বিয়াং-হান, জেসি প্লেমন্স।
- সেরা অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি): রোজ বার্ন, সিনথিয়া এরিভো, কেট হাডসন, চেস ইনফিনিটি, আমান্ডা সেফ্রিড, এমা স্টোন।
পার্শ্ব-অভিনয়:
- সেরা পার্শ্ব-অভিনেতা: বেনিসিও দেল তোরো, জ্যাকব এলোর্ডি, পল মেসকাল, শন পেন, অ্যাডাম স্যান্ডলার, স্টেলান স্কর্সগার্ড।
- সেরা পার্শ্ব-অভিনেত্রী: এমিলি ব্লান্ট, এল ফ্যানিং, আরিয়ানা গ্রান্ডে, ইঙ্গা ইবসডটার লিলিয়স, অ্যামি ম্যাডিগ্যান, টিয়ানা টেলর।
সৃজনশীল ও অন্যান্য বিভাগ:
- সেরা পরিচালক: পল থমাস অ্যান্ডারসন, রায়ান কুগলার, গিয়ের্মো দেল তোরো, জাফর পানাহি, জোয়াকিম ত্রিয়ার, ক্লোয়ি জাও।
- সেরা চিত্রনাট্য: পল থমাস অ্যান্ডারসন, রোনাল্ড ব্রনস্টেইন ও জশ স্যাফদি, রায়ান কুগলার, জাফর পানাহি, এসকিল ভক ও জোয়াকিম ত্রিয়ার, ক্লোয়ি জাও ও ম্যাগি ও’ফ্যারেল।
- সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: আর্কো, ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা ইনফিনিটি ক্যাসেল, এলিও, কেপপ ডেমন হান্টার্স, লিটল অ্যামেলি অর দ্য ক্যারেক্টার অব রেইন, জুটোপিয়া টু।
- সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র: ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, নো আদার চয়েস, দ্য সিক্রেট এজেন্ট, সেন্টিমেন্টাল ভ্যালু, সিরেট, দ্য ভয়েস অফ হিন্দ রাজাব।
টেলিভিশন বিভাগ:
- সেরা ড্রামা সিরিজ: দ্য ডিপ্লোম্যাট, দ্য পিট, প্লুরিবাস, সেভারেন্স, স্লো হর্সেস, দ্য হোয়াইট লোটাস।
- সেরা মিউজিক্যাল/কমেডি সিরিজ: অ্যাবট এলেমেন্টারি, দ্য বেয়ার, হ্যাকস, নোবডি ওয়ান্টস দিস, অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং, দ্য স্টুডিও।
- সেরা লিমিটেড সিরিজ/টিভি মুভি: অ্যাডোলেসেন্স, অল হার ফল্ট, দ্য বিস্ট ইন মি, ব্ল্যাক মিরর, ডায়িং ফর সেক্স, দ্য গার্লফ্রেন্ড।
টিভি অভিনয় ও স্ট্যান্ড-আপ:
প্রত্যেক বিভাগের সেরা অভিনেতা/অভিনেত্রী, পার্শ্ব-অভিনেতা/অভিনেত্রী, স্ট্যান্ড-আপ কমেডি পারফরম্যান্স ও সেরা পডকাস্টে আন্তর্জাতিকভাবে পরিচিত অভিনেতা ও সৃজনশীলদের নাম অন্তর্ভুক্ত।
গোল্ডেন গ্লোব মনোনয়ন ও বিজয়ী নির্বাচন প্রক্রিয়ায় এবার বাংলাদেশ থেকেও পাঁচজন সাংবাদিক ভোটার রয়েছেন।
তারা হলেন, জনি হক (বাংলা ট্রিবিউন), সাদিয়া খালিদ ঋতি (ঢাকা ট্রিবিউন), মনজুরুল আলম (প্রথম আলো), পার্থ সন্জয় (৭১ টিভি), আদর রহমান (চরকি)।
ভোট গণনা করবে কেপিএমজি এলএলপি।
নিউজবাংলাদেশ.কম/পলি








