১৩ ডিসেম্বর ঢাকায় গাইবেন আতিফ আসলাম
আতিফ আসলাম। ছবি: সংগৃহীত
সাম্প্রতিক সময়ে বিদেশি শিল্পীদের দেশে কনসার্ট আয়োজন নিয়ে নানা জটিলতা তৈরি হয়। এর ধারাবাহিকতায় পাকিস্তানি ব্যান্ড কাভিশ দেশে এলেও ভেন্যুর অনুমতি না থাকায় মঞ্চে উঠতে পারেনি। ফলে বিদেশি শিল্পীদের কনসার্ট আয়োজন নিয়ে প্রশ্ন তৈরি হয়।
এই পরিস্থিতির মধ্যেই বেশ কিছুদিন ধরে আলোচনায় ছিল পাকিস্তানি তারকা আতিফ আসলাম। দুটি আয়োজক প্রতিষ্ঠান পৃথকভাবে ঢাকায় তার কনসার্ট আয়োজনের ঘোষণা দিলেও তৈরি হয় প্রশাসনিক জটিলতা। এতে আতিফের ঢাকা আসা নিয়ে সংশয় দেখা দেয়।
অবশেষে সেই অনিশ্চয়তা কেটে গেছে। আয়োজক প্রতিষ্ঠান স্পিরিটস অব জুলাই এবং মেইন স্টেইজ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ‘মেইন স্টেইজ শো-২০২৫’ শীর্ষক আতিফ আসলামের কনসার্ট।
কনসার্টটি অনুষ্ঠিত হবে শনিবার (১৩ ডিসেম্বর) পূর্বাচল নিউ প্রজেক্ট টাউনে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে,।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, বাস্তবতা ও জটিলতার কারণে এককভাবে আয়োজন সম্ভব হয়নি। তবে যৌথ উদ্যোগে তরুণ প্রজন্মের বহুল প্রতীক্ষিত এই শো আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সব ধরনের অনুমতি নেওয়া হয়েছে।
স্পিরিটস অব জুলাই জানায়, কনসার্ট থেকে অর্জিত মোট লভ্যাংশের ৪০ শতাংশ এবারও প্রদান করা হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে। ওই অর্থ সংস্থাটির শহীদ, আহত এবং তাদের পরিবারের সদস্যদের পুনর্বাসন কর্মসূচিতে ব্যয় করা হবে। এ বিষয়ে ২ নভেম্বর উভয় পক্ষ একটি সমঝোতা স্মারকে সই করেছে।
স্পিরিটস অব জুলাইয়ের প্রচার সম্পাদক সাদেকুর রহমান সানি বলেন,“শুরুর দিকে এককভাবে আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু সব দিক বিবেচনায় আমরা যৌথভাবে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। অনুমতিও পাওয়া গেছে। অবশেষে কনসার্টটি হচ্ছে।”
আরও পড়ুন: জলপাইয়ের সঙ্গে মিশে গেছে বুবলীর সৌন্দর্য
কনসার্টে প্রধান আকর্ষণ থাকছেন আতিফ আসলাম। পাশাপাশি স্থানীয় জনপ্রিয় শিল্পী ফুয়াদ, নেমেসিসসহ আরও বেশ কয়েকজন শিল্পী গান পরিবেশন করবেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








