News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৪৩, ৮ ডিসেম্বর ২০২৫

দলীয় প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আমীর খসরুর

দলীয় প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আমীর খসরুর

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ব্যক্তিগত মান-অভিমান ভুলে গণতন্ত্র ও দলের বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এলডিপি (লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি) নেতাকর্মীদের দলভুক্তি অনুষ্ঠান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ড ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি তারেক রহমানের

আমীর খসরু বলেন, দেশ ও দলের বৃহত্তর স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উক্ত অনুষ্ঠানে শহীদ উদ্দিন চৌধুরীসহ দলের অন্যান্য সিনিয়র নেতাদের উপস্থিতিতে বিপুল সংখ্যক এলডিপি নেতাকর্মীকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে তাদের স্বাগত জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়