ঢাকায় ঐতিহাসিক দিনে হাসিনার ‘পলায়নের দৃশ্য’ নিয়ে ভার্চুয়াল গেম

ছবি: সংগৃহীত
আজ ঐতিহাসিক ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ক্ষোভের বিস্ফোরণে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। এই দিনটি স্মরণে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান।
আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল শেখ হাসিনার দেশত্যাগের দৃশ্য অবলম্বনে নির্মিত ইন্টার্যাকটিভ লাইভ গেম শো। সংসদ ভবনের মূল ফটকের পাশে স্থাপিত একটি বিশেষ বুথে গেমটি উপভোগ করেন অংশগ্রহণকারীরা।
সরেজমিনে দেখা যায়, একটি বড় এলইডি স্ক্রিনে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্য প্রদর্শিত হচ্ছে। আর স্ক্রিনের সামনে ট্রেডমিল মেশিনে দৌড়ে তাকে ‘ধাওয়া’ করছেন গেম খেলোয়াড়রা।
গেমে অংশ নিয়ে ইদ্রিস মিয়া বলেন, “গেমে দৌড়ালাম। মনে হলো, হাসিনাকে বাস্তবে ধাওয়া করছি। অনুভবটাই ছিল অসাধারণ।”
আরও পড়ুন: রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
আরেক অংশগ্রহণকারী আহমেদ রিপন বলেন, “গত বছরের এই দিনে হাসিনা পালিয়ে গিয়েছিলেন। সেই মুহূর্ত স্মরণে এই আয়োজন সত্যিই দারুণ।”
দিনব্যাপী এই আয়োজনের সূচনা হয় দুপুরে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনায়। শিল্পীরা পরিবেশন করেন ওস্তাদ তোফাজ্জেল হোসেনের রচিত ‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’।
অনুষ্ঠানে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন জনপ্রিয় শিল্পীগোষ্ঠী, ব্যান্ড ও একক শিল্পীরা। পাশাপাশি রয়েছে ধর্মীয় বিরতির সময় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ এবং ড্রোননির্ভর বিশেষ নাট্য-উপস্থাপনা।
নিউজবাংলাদেশ.কম/এসবি