১/১১ নিয়ে উপদেষ্টা মাহফুজের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: রিজভী

ফাইল ছবি
তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ‘১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে’ মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
তিনি বলেন, এমন বক্তব্য সরকারের হীন উদ্দেশ্যপ্রসূত ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথকে বিভ্রান্ত করার চেষ্টা।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, সরকারি দায়িত্বে থেকে এমন ‘শিশুসুলভ ও কাণ্ডজ্ঞানহীন’ মন্তব্য জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে। এ ধরনের পোস্ট দিয়ে তথ্য উপদেষ্টা জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিয়ে সরকারিভাবে কোনো হীন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছেন।
তিনি বলেন, একজন দায়িত্বশীল সরকারি উপদেষ্টার কাছ থেকে জাতি এমন অশালীন ও বিপজ্জনক সংকেত আশা করে না। মাহফুজ আলমের পোস্টের ভাষা ২০০৭ সালের এক-এগারো অবৈধ শাসনের দুঃসহ স্মৃতি মনে করিয়ে দেয়, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য ভয়ংকর ইঙ্গিত।
আরও পড়ুন: ৫ আগস্ট ইতিহাস বদলের মুহূর্ত: মির্জা ফখরুল
রিজভী আরও বলেন, বর্তমান সরকারের ফ্যাসিবাদী প্রবণতা এখন নতুন মোড় নিচ্ছে। একদিকে তারা প্রশাসন ও মিডিয়া দিয়ে গণআন্দোলন দমন করছে, অন্যদিকে নিজেরাই গোপনে সামরিক ছকের ছায়া তৈরি করছে। এসব হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে দমন করার অপচেষ্টা।
তিনি ‘জুলাই অভ্যুত্থান’ প্রসঙ্গে বলেন, জুলাই অভ্যুত্থান ছিল ১৬ বছরের গণতান্ত্রিক সংগ্রামের ফল। এটি কোনো সহিংস উত্থান নয়, বরং গণমানুষের রক্ত ও কণ্ঠে গড়ে ওঠা আন্দোলনের সাফল্য। তাই এখন সরকারের প্রধান দায়িত্ব অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সোমবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টার কিছু পরে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিতর্কিত পোস্ট দেন।
সেখানে তিনি লেখেন, ১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।
এই পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে একই দিন রাত ১০টা ১৫ মিনিটে পোস্টটি উপদেষ্টার পেজ থেকে মুছে ফেলা হয়। এ বিষয়ে এখন পর্যন্ত মাহফুজ আলম বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
নিউজবাংলাদেশ.কম/পলি