News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২২, ৩ আগস্ট ২০২৫

রাশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

রাশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

ছবি: সংগৃহীত

ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া। 

রবিবার (৩ আগস্ট) দেশটির কুরিল দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ) প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৩৫ বলে জানালেও পরে তা সংশোধন করে ৬ দশমিক ৭ উল্লেখ করে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) এবং প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র ভূমিকম্পটির মাত্রা ৭ বলে জানায়। যদিও তীব্র এই কম্পনের পর তাৎক্ষণিকভাবে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৬২

তবে রুশ কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন, কামচাটকা উপকূলের কিছু এলাকায় সর্বোচ্চ ১৯ সেন্টিমিটার (৭.৫ ইঞ্চি) উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে।

উল্লেখ্য, সম্প্রতি রাশিয়ার পূর্বাঞ্চলেই আঘাত হেনেছিল আরেকটি শক্তিশালী ভূমিকম্প, যার অভিঘাত এখনো কাটিয়ে ওঠেনি অঞ্চলটি। পুনরায় এই কম্পনে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়