News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৫, ৩ আগস্ট ২০২৫

আগস্টে যেভাবে পাওয়া যাবে ৫ দিনের ছুটি

আগস্টে যেভাবে পাওয়া যাবে ৫ দিনের ছুটি

ফাইল ছবি

৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে সরকারি সাধারণ ছুটি ঘোষণা, মন্ত্রিপরিষদ বিভাগ গেজেট প্রকাশ করেছে

চলতি আগস্ট মাসে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের জন্য বিরল ছুটির সুযোগ তৈরি হয়েছে। মাত্র দুই দিনের ব্যক্তিগত ছুটি নিলেই মিলতে পারে টানা পাঁচ দিনের বিশ্রাম ও ভ্রমণের সুযোগ।

মন্ত্রিপরিষদ বিভাগ গত ২ জুলাই ২০২৫ তারিখে এক প্রজ্ঞাপন জারি করে ঘোষণা করেছে, প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করা হবে এবং দিনটি সারাদেশে সরকারি সাধারণ ছুটি থাকবে। 

প্রজ্ঞাপনে দিবসটিকে মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবর জারি করা জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসংক্রান্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: শেষ হচ্ছে এনসিপিসহ ১৪৪ দলের নিবন্ধন শর্ত পূরণের সময়

এ প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছর ৫ আগস্ট মঙ্গলবার পড়েছে। এই দিনের পর ৮ আগস্ট শুক্রবার ও ৯ আগস্ট শনিবার পড়ছে নিয়মিত সাপ্তাহিক ছুটি। এর মাঝে ৬ ও ৭ আগস্ট (বুধবার ও বৃহস্পতিবার) যদি কেউ ব্যক্তিগতভাবে ছুটি নিতে পারেন, তবে ৫ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।

সরকারি-বেসরকারি চাকরিজীবীদের জন্য এই ছুটির সিরিজ ভ্রমণ, পারিবারিক অনুষ্ঠান বা বিশ্রামের জন্য বিশেষ সুযোগ তৈরি করছে। তবে ব্যক্তিগত ছুটি নিতে হলে সংশ্লিষ্ট দপ্তর বা প্রতিষ্ঠানের অনুমতি এবং ছুটির হিসাব নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্টকে স্মরণ করে দিবসটি পালন করা হবে। 

একই প্রজ্ঞাপনে ‘জুলাই শহীদ দিবস’কে (১৬ জুলাই) ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হলেও সেদিন কোনো সরকারি ছুটি থাকবে না। পূর্বে ঘোষিত ৮ আগস্টের ‘নতুন বাংলাদেশ দিবস’ এ তালিকা থেকে বাতিল করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়