News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৫, ৫ আগস্ট ২০২৫

কোয়াব নির্বাচনে প্রার্থী হতে পারেন তামিম, ভোট ৪ সেপ্টেম্বর

কোয়াব নির্বাচনে প্রার্থী হতে পারেন তামিম, ভোট ৪ সেপ্টেম্বর

তামিম ইকবাল। ফাইল ছবি

বাংলাদেশের পেশাদার ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর নির্বাচন আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে জোর আলোচনার সৃষ্টি হয়েছে।

তবে এ বিষয়ে এখনও তামিম আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। সোমবার (৪ আগস্ট) বিসিবি কার্যালয়ে কোয়াবের অ্যাডহক কমিটির বৈঠক শেষে তার সাবেক সতীর্থ মোহাম্মদ মিঠুন বলেন, “আপনাদের এখন নির্দিষ্ট করে কোনো নাম বলতে পারব না। আমাদের মধ্যে আলোচনা চলছে। আমরা এমন একজন নেতাকে চাই, যিনি ক্রিকেটারদের স্বার্থে কাজ করবেন। ব্যক্তি স্বার্থ নয়, সবাইকে নিয়ে চলার মতো নেতা দরকার।”

মিঠুন জানান, তামিম বৈঠকে উপস্থিত ছিলেন না। “নির্বাচন উন্মুক্ত। আমি যাকে যোগ্য মনে করব তাকেই ভোট দেব,” বলেন তিনি।

এর আগে চলতি বছরের মার্চে কোয়াবের পুরনো কমিটি ভেঙে দিয়ে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। সেই কমিটি ধারাবাহিক বৈঠকের মাধ্যমে নির্বাচনের রূপরেখা তৈরি করেছে।

তিন সদস্যের একটি নির্বাচন কমিশন ইতোমধ্যে গঠিত হয়েছে। নেতৃত্বে রয়েছেন বিসিবি পরিচালক এবং মিডিয়া ও আম্পায়ার্স বিভাগের চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। অন্য দুই সদস্য হলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং বিসিবির এমআইএস ম্যানেজার নাসির উদ্দিন নাসু।

জেলা লিগ বন্ধ থাকা নিয়ে হতাশা প্রকাশ করে মিঠুন বলেন, “জেলা লিগ হচ্ছে না, এটা কোয়াবের বড় ব্যর্থতা। যদি জেলায় শক্ত ইউনিট থাকত, তাহলে তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে খেলার আয়োজন করতে পারত।”

আরও পড়ুন: উইন্ডিজকে হারিয়ে পাকিস্তানের দাপুটে জয়

তিনি আরও যোগ করেন, “এখন আর কোয়াব শুধু একজন ব্যক্তির ওপর নির্ভরশীল থাকবে না। বর্তমান ক্রিকেটাররাও এবার সক্রিয়ভাবে যুক্ত থাকছে। ক্রিকেট আমাদের, তাই ভবিষ্যৎ নিয়েও আমাদেরই ভাবতে হবে।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়