উইন্ডিজকে হারিয়ে পাকিস্তানের দাপুটে জয়

ছবি: সংগৃহীত
দ্বিতীয় ম্যাচে নাটকীয় জয় এনে সিরিজে সমতা ফেরালেও শেষ পর্যন্ত পাকিস্তানের দাপটের সামনে টিকতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। লডারহিলে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৩ রানে জয় পেয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে সালমান আঘার নেতৃত্বাধীন পাকিস্তান।
টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ফারহান ও সাইম আইয়ুব গড়েন ১৩৮ রানের দুর্দান্ত জুটি। ৭৪ রান করে ফারহান ও ৬৬ রান করে আইয়ুব আউট হলে কিছুটা ছন্দ হারায় পাকিস্তান, তবে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে তোলে ১৮৯ রান।
উত্তরে ৬ উইকেটে ১৭৬ রানেই থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন আলিক আথানাজে, রাদারফোর্ড যোগ করেন ৫১ রান। তবে জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। পাকিস্তানের হয়ে ৫ বোলার একটি করে উইকেট শিকার করেন।
আরও পড়ুন: কলম্বিয়াকে হারিয়ে নবমবারের মতো নারী কোপার শিরোপা ব্রাজিলের
উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান ১৪ রানে জয় পায়, দ্বিতীয় ম্যাচে শেষ বলে চার মেরে ২ উইকেটে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
আগামী ৯ আগস্ট থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
নিউজবাংলাদেশ.কম/এসবি