কলম্বিয়াকে হারিয়ে নবমবারের মতো নারী কোপার শিরোপা ব্রাজিলের

ছবি: সংগৃহীত
দক্ষিণ আমেরিকার নারী ফুটবলে আবারও শীর্ষে ব্রাজিল। রুদ্ধশ্বাস এক ফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে ৫–৪ গোলে হারিয়ে নবমবারের মতো কোপা আমেরিকা ফেমেনিনা শিরোপা জিতেছে সেলেসাও মেয়েরা। নির্ধারিত সময়ের ৯০ মিনিট শেষে ৩–৩ এবং অতিরিক্ত ৩০ মিনিট পর ৪–৪ সমতায় থাকা ম্যাচের নিষ্পত্তি হয় পেনাল্টি শুটআউটে।
ইকুয়েডরের কুইটো শহরের রদ্রিগো পাজ এলগাদো স্টেডিয়ামে শনিবার স্থানীয় সময় রাতের এই ফাইনাল ম্যাচে নাটকীয়তার ঘাটতি ছিল না। প্রথমবারের মতো শিরোপার দোরগোড়ায় পৌঁছেও শেষ হাসি হাসতে পারল না কলম্বিয়া। ম্যাচে তিনবার এগিয়ে থেকেও শেষ মুহূর্তের ব্রাজিলীয় প্রত্যাবর্তনে তারা বাধ্য হয় টাইব্রেকারে যেতে।
কলম্বিয়ার হয়ে গোল করেন লিন্ডা কাইসেদো (২৫’), মায়রা রামিরেজ (৮৮’) এবং লেইসি সান্তোস (১১৫’)। তাদের আরেকটি গোল আসে ব্রাজিলের ডিফেন্ডার তারসিয়ানের আত্মঘাতী শটে (৬৯’)।
ব্রাজিলের হয়ে অ্যাঞ্জেলিনা আলনসো (৪৫+’ পেনাল্টি) ও আমান্দা গুতেয়াস (৮০’) গোল করেন। তবে ম্যাচের নায়ক ছিলেন ৩৯ বছর বয়সী কিংবদন্তি মার্তা ভিয়েইরা দা সিলভা, যিনি বদলি হিসেবে নেমে ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে সমতার গোল এবং অতিরিক্ত সময়ে (১০৫’) লিড এনে দেন। যদিও সেই লিড টিকিয়ে রাখা সম্ভব হয়নি, তবুও তার অবদানেই ম্যাচ টাইব্রেকারে গড়ায়।
আরও পড়ুন: মেসির জাদুতে মায়ামির নাটকীয় জয়
পেনাল্টি শুটআউটে প্রথম পাঁচ শটে দুই দলই ৩–৩ সমতায় ছিল। সাডেন ডেথে কলম্বিয়ার জোরেলিন কারাবালি মিস করলে ব্রাজিল এগিয়ে যায়। গোলরক্ষক লোরেনা দা সিলভা শুটআউটে দুটি শট ঠেকিয়ে দলের জয় নিশ্চিত করেন।
এটি ব্রাজিলের টানা পঞ্চম এবং মোট নবম কোপা আমেরিকা ফেমেনিনা শিরোপা। দশ আসরের নয়টি শিরোপাই এখন তাদের দখলে।
প্যারিস অলিম্পিকের পর অবসরের ঘোষণা দিয়েও গত মে মাসে জাতীয় দলে ফিরেছিলেন মার্তা। ফেরার পর প্রথম আসরেই তিনি খেললেন নির্ণায়ক ভূমিকা। দুই গোল ও মাঠে তার নেতৃত্ব এই জয়ে ছিল অনস্বীকার্য।
কলম্বিয়ার জন্য এই হার কষ্টদায়ক হলেও তারা ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিট নিশ্চিত করেছে। গত বছরের পুরুষদের কোপা আমেরিকা ফাইনালেও শিরোপা হাতছাড়া হয়েছিল তাদের, এবার নারী দলও সেই একই স্বপ্নভঙ্গের স্বাদ পেল।
১১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত কুইটোতে অনুষ্ঠিত এই আসরে ব্রাজিল অপরাজিত থেকে শিরোপা জেতে। ফাইনালে তারা বল দখলে (৬০%) ও লক্ষ্যে শটে (৯) এগিয়ে ছিল, যেখানে কলম্বিয়ার লক্ষ্যে শট ছিল ৬টি।
কোচ আর্থার এলিয়াসের কৌশলগত পরিকল্পনা, দলের শৃঙ্খলা এবং তরুণদের উজ্জ্বল পারফরম্যান্স ব্রাজিলকে আবারও দক্ষিণ আমেরিকার সেরা প্রমাণ করেছে।
নিউজবাংলাদেশ.কম/পলি