News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩২, ৩১ জুলাই ২০২৫

মেসির জাদুতে মায়ামির নাটকীয় জয়

মেসির জাদুতে মায়ামির নাটকীয় জয়

ছবি: সংগৃহীত

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই পরিচিত ছন্দে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় ৩১ জুলাই ভোরে লিগস কাপের গুরুত্বপূর্ণ ফিরতি ম্যাচে ইন্টার মায়ামির হয়ে চেনা রূপে দেখা দিলেন আর্জেন্টাইন মহাতারকা। তার দুটি নিখুঁত অ্যাসিস্টে মেক্সিকান ক্লাব আটলাসকে ২–১ গোলে হারিয়ে নাটকীয় জয় পেয়েছে ফ্লোরিডার ক্লাবটি। আর এরই মধ্যে এক ম্যাচ বিরতির পর নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে আরেকটি ম্যাচে জোড়া গোল করে রেকর্ড বইয়ে নিজের নামও লেখালেন তিনি।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও গোলমুখ খুলতে পারেনি। মায়ামির গোলরক্ষক রোকো রিওস নোভো তিনটি দুর্দান্ত সেভ করে দলকে এগিয়ে রাখেন, আর লুইস সুয়ারেজের একটি শট লাগে ক্রসবারে।

সেগোভিয়া—যার গোলে সহায়তা ছিল মেসির পায়ের নিখুঁত পাসে। ৮২ মিনিটে আটলাসের রিভালদো লোজানো গোল করে সমতা ফেরালে ম্যাচ জমে ওঠে। এরপর যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে আবারও মেসির পাসে গোল করেন মার্সেলো ভিগান্ট। প্রথমে অফসাইডের অভিযোগ উঠলেও ভিএআরের সাহায্যে গোলটি বৈধ ঘোষণা করা হয়, যা মায়ামিকে জয় এনে দেয়।

এই ম্যাচের মধ্য দিয়েই অল-স্টার ম্যাচে না খেলার কারণে এক ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন মেসি ও সতীর্থ জর্দি আলবা। মাঠে ফিরে তিনি যেন সেই নিষেধাজ্ঞার জবাব দিলেন মাঠের পারফরম্যান্সেই।

এই ম্যাচ স্মরণীয় হয়ে থাকবে আরও একজন আর্জেন্টাইনের জন্য—বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রিগো দি পল। এই ম্যাচেই ছিল তার ইন্টার মায়ামি অভিষেক, এবং জাতীয় দলের সতীর্থ মেসির সঙ্গে ক্লাব ফুটবলেও পথচলা শুরু হলো তার। ৬২টি আন্তর্জাতিক ম্যাচে একসঙ্গে খেলা এই জুটি এবার ক্লাবকেও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছেন। জয়সূচক গোলের পর মেসির সঙ্গে উদ্‌যাপনে এগিয়ে এসে রদ্রিগো যেন ক্লাবেও তাঁদের বন্ধুত্বের বার্তা স্পষ্ট করে দেন।

আরও পড়ুন: মেসিকে ম্যাচ নিষিদ্ধ ঘোষণা

জুলাই মাসে মেসির নামের পাশে যুক্ত হয়েছে ৮টি গোল ও ৫টি অ্যাসিস্ট। এই পারফরম্যান্সে মাসসেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে তাঁর হাতে। মেজর লিগ সকারের নিয়মিত মৌসুমে এমন ধারাবাহিক ফর্মে মেসি এখনো সমান কার্যকর।

অন্যদিকে, নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ইন্টার মায়ামির ৫–১ গোলের জয়ে জোড়া গোল ও এক অ্যাসিস্ট করে রেকর্ড গড়েছেন মেসি। ম্যাচের প্রথম গোল আসে রেড বুলসের অ্যালেক্সান্ডার হ্যাকের পা থেকে কর্নার কিকের জটলায়। এরপর মেসির রক্ষণচেরা পাস থেকে জর্দি আলবা সমতা ফেরান, পরে তাঁর আরেকটি চিপ পাস থেকেই সেগোভিয়া এগিয়ে দেন দলকে। দ্বিতীয়ার্ধে বুসকেটসের দুর্দান্ত পাস থেকে নিজের প্রথম গোলটি করেন মেসি, আর ৭৫ মিনিটে সুয়ারেজের পাস থেকে করেন দ্বিতীয় গোলটি।

এই জোড়া গোলের ফলে ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টিবিহীন গোলের রেকর্ডও ভেঙেছেন মেসি। রোনালদোর ক্যারিয়ারে পেনাল্টি ছাড়া গোল ৭৬৩টি, আর মেসির এখন পেনাল্টি ছাড়া গোল ৭৬৪টি—তাও ১৬৭ ম্যাচ কম খেলে। মেসির মোট গোল এখন ৮৭৪।

এ ম্যাচ শেষে মেসি যৌথভাবে এমএলএস চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ১৮ গোল নিয়ে, সমান সংখ্যক গোল রয়েছে ন্যাশভিলের স্যাম সারিজেরও।

এই দুই জয়ে ইন্টার মায়ামির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ২১ ম্যাচে ১২ জয়, ৫ ড্র ও ৪ হারে ৪১ পয়েন্টে, ইস্টার্ন কনফারেন্সে বর্তমানে পঞ্চম স্থানে। তবে মেসিদের উপরের চার দলই তাদের চেয়ে তিনটি করে ম্যাচ বেশি খেলেছে। সেক্ষেত্রে সামনে তিন ম্যাচ জিতলে শীর্ষে ওঠার সুযোগ আছে ক্লাবটির সামনে।

নিষেধাজ্ঞা, প্রতিপক্ষের চাপ কিংবা বয়স—সব কিছুকেই মাঠে চুপ করিয়ে দিয়েছেন লিওনেল মেসি। আবারও প্রমাণ করলেন, তিনি শুধু এক ফুটবলার নন, তিনি একজন যুগান্তকারী প্রতিভা, যিনি মাঠে নামলেই ম্যাচের রঙ বদলে দেন। তাঁর নেতৃত্বে ইন্টার মায়ামি যেন ধীরে ধীরে আরেকটি শিরোপার স্বপ্ন দেখতে শুরু করেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়