News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩১, ৫ আগস্ট ২০২৫

জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যাবেন বিএনপির পাঁচ শীর্ষ নেতা

জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যাবেন বিএনপির পাঁচ শীর্ষ নেতা

ফাইল ছবি

দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার (৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে প্রকাশ হতে যাচ্ছে ‘জুলাই ঘোষণাপত্র’। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এ উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে উপস্থিত থাকবেন পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রতিনিধি দলে আরও রয়েছেন—স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ।

আরও পড়ুন: জুলাই সনদে যেকোনো সময় স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি: সালাহউদ্দিন

এর আগে সোমবার (৪ আগস্ট)  রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাত ৮টা ৩০ মিনিটে শুরু হয়ে বৈঠক শেষ হয় রাত সাড়ে ১০টায়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে জাতীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। এতে নির্বাচন, বিচার ও সংস্কারসহ অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ রূপরেখা তুলে ধরা হবে বলে জানা গেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়