পেকুয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক

ছবি: নিউজবাংলাদেশ
কক্সবাজারের পেকুয়া উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ মোহাম্মদ আজিজ উদ্দিন সিকদার (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় পেকুয়া সদর ইউনিয়নের নুইন্যামুইন্যা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আজিজ উদ্দিন বিলহাসুরা এলাকার মৃত মোহাম্মদ হোসেনের পুত্র।
আরও পড়ুন: মোহাম্মদপুরে ছিনতাই চেষ্টাকালে আটক ৩, উদ্ধার দেশীয় অস্ত্র
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন নজরদারিতে রাখার পর শনিবার সন্ধ্যায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথদল অভিযান চালায়। এ সময় আজিজ উদ্দিনের কাছে দেশীয় অস্ত্র পাওয়া যায়।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইন ভঙ্গের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি তার মাদক বা অন্যান্য অপরাধে সম্পৃক্ততার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে তাকে পেকুয়া থানায় হেফাজতে রাখা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি