আশুলিয়ায় লরিচাপায় নারী ও শিশুসহ নিহত ৩

ছবি: সংগৃহীত
সাভারের আশুলিয়ায় উল্টো পথে চলা একটি অটোরিকশাকে চাপা দিয়েছে একটি লরি। এতে নারী ও শিশুসহ তিন যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
রবিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি অটোরিকশা উল্টো পথে বাইপাইল থেকে ইপিজেডের দিকে যাচ্ছিল। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি লরির সামনে পড়ে যায় রিকশাটি। সড়কের পাশে পানি থাকায় রিকশাচালক মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করলে গর্তে পড়ে যায় যানটি। তখনই লরির পেছনের চাকার নিচে চাপা পড়েন চালকসহ যাত্রীরা।
ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে একজন শিশু, একজন নারী এবং একজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: সখীপুরে ছেলের চোখের সামনে মাকে হত্যা করা সেই বাবা গ্রেফতার
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে তাদের শান্ত করে সরিয়ে দেয়।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, “উল্টো পথে চলা অটোরিকশাটি সড়কের গর্তে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি লরির নিচে চাপা পড়ে। এতে নারী ও শিশুসহ তিনজন নিহত হন। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
নিউজবাংলাদেশ.কম/এসবি