News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৭, ৫ আগস্ট ২০২৫

শ্রাবণের অঝোর ধারায় চলছে ‘৩৬ জুলাই উদযাপন’

শ্রাবণের অঝোর ধারায় চলছে ‘৩৬ জুলাই উদযাপন’

ছবি: সংগৃহীত

শ্রাবণের অঝোর ধারার বৃষ্টির মধ্য দিয়ে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের সামনের সুসজ্জিত মঞ্চে শুরু হয় 'জুলাই গণঅভ্যুত্থানের' বর্ষপূর্তি উপলক্ষে '৩৬ জুলাই উদ্‌যাপন' শীর্ষক দিনব্যাপী আয়োজন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহযোগিতায় এই অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে ছিল শিল্পকলা একাডেমি।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসে ভিড় করতে শুরু করেন। অনুষ্ঠানস্থলে আসা অনেকেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের দ্রুত বিচার এবং বর্তমান সংবিধান বাতিলের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী নওশীন নওয়ার এবং মুহাম্মদ ইউসূফের মতো সাধারণ মানুষও এই দিনে তাদের অনুভূতি প্রকাশ করেন। তারা এই দিনটিকে স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের বর্ষপূর্তি হিসেবে আখ্যায়িত করেন এবং শহীদদের বিচার দাবি করেন।

অনুষ্ঠানের শুরুতে সাইমুম শিল্পীগোষ্ঠী পরিবেশন করে দেশাত্মবোধক ও জুলাই গণ-অভ্যুত্থানের বেশকিছু গান। তাদের পরিবেশনা শেষে মঞ্চ আসে কলরব শিল্পীগোষ্ঠী। তারা পরিবেশন করে ‘দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না/ ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা’ শীর্ষক লোকগানসহ বেশকিছু ইসলামি প্রতিবাদি ও জুলাই গণ-অভ্যুত্থানের গান। তাদের পরিবেশনা শেষে এখন মঞ্চ উঠেছে শিল্পী নাহিদ ইসলাম। পরে তিনি গেয়ে শোনায় পরে নাহিদ ইসলাম ইসলাম গেয়ে শোনায় ‘পলাশীর প্রান্তরে..’ ও ‘আজ ৩৬ জুলাই’ শীর্ষক দুটি গান। এরপরে শিল্পী তাশফি পরিবেশন করেন ‘নোঙর তোল তোল’, ‘তুমি আমার বাংলাদেশ’, ‘কারার ঐ লৌহকপাট’ ও ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’ শীর্ষক গান।

আরও পড়ুন: ‘জুলাই পুনর্জাগরণে’ হেলিকপ্টার সদৃশ বেলুনে আগুন, আহত ৬

আর তাশফির গান শেষে ঠিক ২ টা ২৫ মিনিটে গ্যাসবেলুনের খেলনা হেলিকপ্টার উড়িয়ে পালন করা হয় শেখ হাসিনার হেলিকপ্টারে করে পালিয়ে যাবার মুহূর্ত।  এই সময়ে উপস্থাপক দ্বয় মঞ্চে স্লোগান ধরেন- ‘পালায়ছেরে পালায়ছে, শেখ হাসিনা পালায়ছে’, ‘শোন মহাজন, আমরা অনেকজন’, ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ-দাদার’, ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা’ সহ নানা স্লোগান। 

এই আয়োজনের পরেই মঞ্চে আসে ‘চিটাগাং হিপহপ হুড’গানের দল। তারা পরিবেশন করে ‘ছি ছি হাসিনা লজ্জায় বাঁচি না’সহ হিপহপ গান।

আর এ কনসার্ট শেষে বিকেল পৌনে ৫টায় শুরু হবে আসরের নামাজের বিরতি। এরপর ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা। এরপর বিকেল ৫টা ৩০ মিনিটে বেসিক গিটার লারনিং স্কুলের পরিবেশনা রয়েছে। ৫টা ৫০ মিনিটে এফ মাইনর ও ৬টা ১৫ মিনিটে পারশা মঞ্চ মাতাবে। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মাগরিবের আজান ও নামাজের বিরতি দেওয়া হবে।

এরপর সন্ধ্যা ৭টায় এলিটা করিম সংগীত পরিবেশন করবেন। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত স্পেশাল ড্রোন ড্রামা ‘ডু ইউ মিস মি’ পরিবেশিত হবে। এরপর ড্রোন শো অনুষ্ঠিত হবে। তারপর সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। এছাড়া আরও থাকবে নানা আয়োজন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়