রাজধানীর ফার্মগেট ও খামারবাড়িতে ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত
রাজধানীর ফার্মগেট ও খামারবাড়ি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (৪ আগস্ট) রাত ১১টার দিকে এই দুই এলাকায় বিস্ফোরণ ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে ট্রাফিক পুলিশ বক্সের পাশে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। অপরদিকে খামারবাড়ি খেজুরবাগান এলাকায় শেরেবাংলা নগর থানাধীন একটি ট্রাফিক পুলিশ বক্সের সামনেও আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। দুটি ককটেলই হলুদ টেপে মোড়ানো ছিল।
আরও পড়ুন: কক্সবাজারে রেল স্টেশনে বসলো অত্যাধুনিক স্ক্যানার
তিনি বলেন, “ঘটনাস্থল থেকে বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।”
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছায়। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশের ধারণা, আতঙ্ক ছড়াতেই এই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে। তবে বিস্তারিত জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি