সখীপুরে ছেলের চোখের সামনে মাকে হত্যা করা সেই বাবা গ্রেফতার

মেহেদী হাসান। ছবি: নিউজবাংলাদেশ
টাঙ্গাইলের সখীপুরে ছেলের চোখের সামনে মাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যাওয়া মেহেদী হাসানকে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার (৩ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে ঘাতক মেহেদী হাসানকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। এতে ঘটনার ১০ঘন্টা পর আসামিকে গ্রেফতার করে র্যাব-১৪ এর সিপিসি-৩ টিমের সদস্যরা।
এর আগে রবিবার সকালে উপজেলার পৌরশহরের জেলখানা মোড় এলাকায় ছেলের চোখের সামনে স্ত্রী কাকুলি আক্তারকে ছুরি দিয়ে হত্যা করে পালিয়ে যায় স্বামী মেহেদী হাসান।
অভিযুক্ত স্বামী মেহেদী হাসান উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদীঘি গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে পৌরসভার জেলখানা মোড় এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
আরও পড়ুন: সখীপুরে ছেলের চোখের সামনে মাকে হত্যা করে পালিয়েছে বাবা
র্যাব-১৪ এর সিপিসি-৩ কোম্পানি কমান্ডার কাওছার বাঁধন নিউজ বাংলাদেশকে বলেন, স্ত্রীকে হত্যার পর মেহেদী পালিয়ে যায় এলাকা ছেড়ে। পরে সে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় আত্মগোপন করে। তথ্য প্রযুক্তির সহায়তায় কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি