ছাত্রদলই ভবিষ্যতের বাংলাদেশ: তারেক রহমান

ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 'মনে রাখবে, যদি তোমরা আগামী দিন সাহস ও সততার সঙ্গে এগিয়ে যাও, তাহলে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ তোমাদের সঙ্গে আছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশের জনগণই বিএনপির তথা জাতীয়তাবাদী শক্তির সব রাজনৈতিক ক্ষমতার উৎস।'
রবিবার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে 'জুলাই গণঅভ্যুত্থান'-এর শহীদদের স্মরণে ছাত্রদল আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, 'এই মুহূর্তে আমার সামনে উপস্থিত ভবিষ্যৎ বাংলাদেশ। সম্ভাবনাময় লাখো লাখো মুখ—তোমরাই আগামী দিনের বাংলাদেশ। তোমরাই প্রতিষ্ঠা করবে একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ। প্রবীণদের অভিজ্ঞতা আর তরুণদের বিচক্ষণতা ও বুদ্ধিমত্তায় গড়ে উঠবে শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ।'
তিনি আরও বলেন, 'দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী মামলা, হামলা, জেল-জুলুম, নির্যাতন, খুন-গুম, অপহরণের শিকার হয়েছে। শুধু জুলাই গণঅভ্যুত্থানেই চট্টগ্রামের নেতা ওয়াসিমসহ শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে, আহত হয়েছে হাজারো। গ্রেফতার হয়েছেন ছাত্রদলের দুই হাজারের বেশি নেতাকর্মী।'
আরও পড়ুন: ইসির অঙ্গজুড়ে সামরিক উর্দি ও দলীয় পোশাক: নাসিরুদ্দীন
তারেক রহমান অভিযোগ করেন, 'পলাতক, পরাজিত স্বৈরাচার সমস্ত নির্মমতা চালিয়েও ছাত্রদলের অগ্রযাত্রা দমন করতে পারেনি। আজকের এই জনসমুদ্রই তার প্রমাণ।'
সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি