News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০৩, ৩ আগস্ট ২০২৫
আপডেট: ১৭:০৫, ৩ আগস্ট ২০২৫

প্রাণ বিসর্জন দেওয়ার লক্ষ্য একটাই সুন্দর আবাসভূমি চাই: ফখরুল

প্রাণ বিসর্জন দেওয়ার লক্ষ্য একটাই সুন্দর আবাসভূমি চাই: ফখরুল

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ছাত্রদল আয়োজিত সমাবেশে বক্তব্য দেন ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শত শত হাজার হাজার ছাত্ররা প্রাণ দিয়েছে একদিন নয়, দুদিন নয়; দীর্ঘদিন ধরে। শুধু ৩৬ দিন নয়, তারও আগে ১৫ বছর ধরে আমাদের ছাত্র-জনতা-শ্রমিকেরা প্রাণ দিয়েছে। এই প্রাণ বিসর্জন দেওয়ার লক্ষ্য একটাই আমরা একটা সুন্দর আবাসভূমি চাই।’

রবিবার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাতীয়বাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।    

ছাত্রদল চাইলে ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে: রাকিবুল

বিএনপি মহাসচিব বলেন, ‘নতুন একটা সূর্য উঠেছে। এই সূর্য আলোকিত করবে আমাদের সকলকে। একটা নতুন দিগন্তের সূচনা হয়েছে। নতুন স্বপ্ন দেখা শুরু হয়েছে। আমাদের সামনে নতুন সুযোগ এসেছে আমাদের দেশকে নতুন করে তৈরি করার। আমাদের ছাত্র ভাইয়েরা অনেক রক্ত দিয়েছে। অনেক নির্যাতন সহ্য করেছে। বারবার কারাগারে গেছে। আজকের দিনটা অত্যন্ত আনন্দের দিন, একইসঙ্গে অনেক কষ্টের দিন। কারণ, এক বছর আগে এই দিন এই সময়টাতে আমরা আমাদের ভাইদের হারিয়েছিলাম। শত শত হাজার হাজার ছাত্ররা প্রাণ দিয়েছে একদিন নয়, দুদিন নয় দীর্ঘদিন ধরে। শুধু ৩৬ দিন নয়, তারও আগে ১৫ বছর ধরে আমাদের ছাত্র-জনতা-শ্রমিকেরা প্রাণ দিয়েছে। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সভাপতিত্ব এবং সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সঞ্চালনা করছেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়