শিশুদের সুরক্ষায় নতুন ফিচার আনলো টিকটক

ছবি: ইন্টারনেট
টিকটক প্ল্যাটফর্মে টিনএজ ব্যবহারকারীদের অনলাইনে নিরাপদ রাখতে নতুন কিছু নিরাপত্তা ফিচার চালু করেছে প্রতিষ্ঠানটি। এখন থেকে সন্তানরা নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গেই অভিভাবকদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে।
ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তরুণদের জন্য টিকটক ক্ষতিকর—এমন সমালোচনার প্রেক্ষিতে এ পদক্ষেপ নিয়েছে প্ল্যাটফর্মটি। এর আগে ‘ফ্যামিলি পেয়ারিং’ ফিচারের মাধ্যমে অভিভাবক ও সন্তানের অ্যাকাউন্ট সংযুক্ত করার সুযোগ দিয়েছিল তারা।
নতুন ফিচারের আওতায় মা-বাবারা দেখতে পারবেন: সন্তান কোন কোন বিষয়ে ভিডিও আপলোড করছে। তাদের অ্যাকাউন্টে কী ধরনের প্রাইভেসি সেটিংস রয়েছে। এবং প্রতিটি আপলোডের নোটিফিকেশন তাৎক্ষণিকভাবে পাবেন।
আরও পড়ুন: গুগল জেমিনাই ২.৫ ডিপ থিংক: জটিল সমস্যা সমাধানে শক্তিশালী এআই
এছাড়াও, কনটেন্ট নির্মাতাদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে টিকটক আরও কিছু ফিচার চালু করেছে। এর মধ্যে রয়েছে উন্নত কমেন্ট ফিল্টার, নির্দিষ্ট শব্দ, ইমোজি বা লাইভ স্ট্রিম মিউট করার সুবিধা।
নিউজবাংলাদেশ.কম/এসবি