গণিত প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করল গুগলের তৈরি এআই

ছবি: ইন্টারনেট
গুগল ডিপমাইন্ডের তৈরি চ্যাটবট এআই ‘জেমিনি ডিপ থিংক’ চলতি মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (IMO) মানবসদৃশ পারফরম্যান্স প্রদর্শন করে ‘স্বর্ণপদকের মান’ অর্জন করেছে।
মানব হস্তক্ষেপ ছাড়া ইংরেজিতে লেখা ছয়টি সমস্যার মধ্যে পাঁচটি নিজে পড়ে বুঝে সমাধান করতে সক্ষম হয় এটি। এর ফলে এটি প্রথম কোনো চ্যাটবট হিসেবে এ ধরনের যুক্তিভিত্তিক (reasoning-based) এআই হিসেবে স্বীকৃতি পেল।
গুগল জানিয়েছে, এর আগের এআই সিস্টেমগুলোকে প্রশ্নগুলোকে বিশেষ প্রোগ্রামিং ভাষায় রূপান্তর করতে হতো, যেখানে ‘জেমিনি ডিপ থিংক’ সরাসরি সাধারণ ভাষায় চিন্তা করে সমাধান দেয়। এই এআই প্রতিযোগিতায় ৪ ঘণ্টা ৩০ মিনিট সময় নিয়ে অংশগ্রহণ করে।
বিশেষজ্ঞরা মনে করেন, ভবিষ্যতে এ ধরনের যুক্তিভিত্তিক এআই গণিত, বিজ্ঞান ও প্রোগ্রামিংয়ের জটিল গবেষণাকে অনেক দ্রুত ও সহজ করে তুলবে।
গুগলের পাশাপাশি ওপেনএআই, অ্যানথ্রোপিক ও চীনের ডিপসিকসহ আরও প্রতিষ্ঠান এই ধরনের এআই উন্নয়নে কাজ করছে। তবে ‘জেমিনি ডিপ থিংক’ মানবসদৃশ যুক্তিবোধের ক্ষেত্রে এক নতুন অধ্যায় সূচনা করেছে বলে ধারণা করা হচ্ছে।
জেমিনি ডিপ থিংক কী?
জেমিনির বিভিন্ন সংস্করণ রয়েছে, যার মধ্যে ‘Gemini Deep Think’ বিশেষভাবে গভীরভাবে চিন্তা করতে সক্ষম। এটি সাধারণ চ্যাটবটের মতো তাড়াহুড়ো না করে সময় নিয়ে সমস্যা বিশ্লেষণ করে সঠিক উত্তর খোঁজে।
আরও পড়ুন: ডিজিটাল অগ্রযাত্রায় তরুণরাই মূল শক্তি: ফয়েজ আহমদ তৈয়্যব
এর আগে কিছু এআই গণিত অলিম্পিয়াডে অংশ নিয়েছিল, কিন্তু তাদের সীমাবদ্ধতা ছিল প্রশ্নকে প্রোগ্রামিং ভাষায় রূপান্তর করতে হয়। ‘জেমিনি ডিপ থিংক’ সরাসরি ইংরেজি প্রশ্ন বুঝে সমাধান দেয়, যা আগে কখনো হয়নি।
ওপেনএআই-র অবস্থা
ওপেনএআই-এর একটি মডেলও একই পরীক্ষায় পাঁচটি সঠিক উত্তর দিয়েছে, কিন্তু আনুষ্ঠানিক প্রতিযোগিতায় অংশ নেয়নি, তাই পদক পায়নি।
চ্যালেঞ্জও রয়েছে
যদিও এই অর্জন বিশাল সাফল্য, তবে এত শক্তিশালী এআই চালাতে প্রচুর বিদ্যুৎ ও অর্থ ব্যয় হয়। গুগল খরচের পরিমাণ প্রকাশ করেনি, তবে তা ব্যাপক বলে ধারণা করা হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি