News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩১, ২৭ জুলাই ২০২৫

ডিজিটাল অগ্রযাত্রায় তরুণরাই মূল শক্তি: ফয়েজ আহমদ তৈয়্যব

ডিজিটাল অগ্রযাত্রায় তরুণরাই মূল শক্তি: ফয়েজ আহমদ তৈয়্যব

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় তরুণরাই মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। 

তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার ৬০ শতাংশই তরুণ, যারা ডিজিটাল রূপান্তরের প্রধান চালিকাশক্তি। এ জনসম্পদকে দক্ষ ও উৎপাদনশীল করে তুলতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তিতে কাজ করছে।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত ‘এলথ্রিএডি ডটনেট ডিজিটাল ইনোভেশন সামিট ২০২৫’-এ ‘ভবিষ্যৎ ডিজিটাল অর্থনীতি ও বাংলাদেশের অবস্থান’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ কথা বলেন। 

অনুষ্ঠানে তিনি বাংলাদেশের উদীয়মান প্রযুক্তি খাত, বৈশ্বিক বিনিয়োগ পরিবেশ এবং আগামী দশকের ডিজিটাল রূপান্তরের রূপরেখা তুলে ধরেন।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, সরকার ইতিমধ্যে দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্বে ১০টি ইনোভেশন হাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এসব হাব তরুণ উদ্ভাবক, গবেষক ও উদ্যোক্তাদের জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

তিনি আরও বলেন, বাংলা ভাষাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল শক্তিশালী করতে বাংলাদেশের সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য ডিজিটাইজ করার একটি নতুন জাতীয় প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় ভাষাভিত্তিক এআই গবেষণা ও উদ্ভাবনকে গতি দেওয়া হবে।

বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব আইসিটি খাতের চারটি গুরুত্বপূর্ণ স্তম্ভের ওপর জোর দেন:

  • আইসিটি অবকাঠামো উন্নয়ন
  • স্টার্টআপ ইকোসিস্টেমে সরাসরি বিনিয়োগ ও প্রণোদনা
  • সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ
  • কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং ও ব্লকচেইন সম্পর্কিত জাতীয় নীতিমালার প্রণয়ন

তিনি বলেন, একটি স্মার্ট, অন্তর্ভুক্তিমূলক ও উদ্ভাবনী বাংলাদেশ গড়তে আমাদের প্রযুক্তি খাতের নীতি-প্রণয়নে অংশগ্রহণমূলক ও বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি প্রয়োজন। 

আরও পড়ুন: গোপনে তথ্য সংগ্রহ করছে ফেসবুকসহ বিভিন্ন অ্যাপ

এ জন্য তিনি গবেষক, উদ্যোক্তা ও প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

সামিটে উপস্থিত ছিলেন বিআইএমআরএডি’র মহাপরিচালক কমোডর সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদ,

ব্লুপাই সল্যুশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতার উজ্জামান, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ইমাদুর রহমান, লগিং-ইন ডটকমের প্রোগ্রাম ম্যানেজার ফারহাদ কবির, থ্রাইভিং স্কিটিশের প্রতিষ্ঠাতা ও সিইও আবদুল্লাহ আল মাহমুদ।

তারা নিজ নিজ বক্তব্যে বাংলাদেশে উদ্ভাবনভিত্তিক শিল্পায়ন, শিক্ষানির্ভর ডিজিটাল দক্ষতা উন্নয়ন এবং সরকার-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে প্রযুক্তি সম্প্রসারণের পক্ষে মত প্রকাশ করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে ৩০০ কোটি টাকার বেশি বরাদ্দ রাখা হয়েছে ইনোভেশন ভেঞ্চার ফান্ড, জেলা আইটি পার্ক এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক রিসার্চ হাব তৈরিতে। 
পাশাপাশি, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিম’ এবং প্রথমবারের মতো চালু হবে ‘বাংলা প্রম্পট ইঞ্জিনিয়ারিং প্ল্যাটফর্ম’, যা কৃত্রিম বুদ্ধিমত্তায় স্থানীয় ভাষার ব্যবহার সহজ করবে।

ফয়েজ আহমদ তৈয়্যবের কথায় স্পষ্ট, ভবিষ্যৎ বাংলাদেশের ডিজিটাল উন্নয়ন তরুণদের হাত ধরেই এগোবে। 

তিনি বলেন, আমরা যদি এই জনসম্পদকে যুগোপযোগী প্রশিক্ষণ ও উদ্ভাবনী প্ল্যাটফর্ম দিই, তাহলে আগামী এক দশকে বাংলাদেশ কেবল প্রযুক্তি ব্যবহারকারী নয়, প্রযুক্তি উদ্ভাবনকারী দেশ হিসেবেও বিশ্বমঞ্চে দাঁড়াবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়