News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৬, ২৬ জুলাই ২০২৫

গোপনে তথ্য সংগ্রহ করছে ফেসবুকসহ বিভিন্ন অ্যাপ

গোপনে তথ্য সংগ্রহ করছে ফেসবুকসহ বিভিন্ন অ্যাপ

ফাইল ছবি

ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ জনপ্রিয় অনেক মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের অজান্তে অপ্রয়োজনীয় ও স্পর্শকাতর তথ্য সংগ্রহ করছে—এমন উদ্বেগজনক তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক ভোক্তা অধিকার সংস্থা হুইচ। সম্প্রতি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ব্যবহৃত অ্যাপগুলো নিয়ে এক বিশ্লেষণে এই চিত্র উঠে এসেছে।

হুইচ জানায়, প্রতিদিনের ব্যবহৃত জনপ্রিয় অ্যাপগুলো ব্যবহারকারীদের অবস্থান, মাইক্রোফোন, ক্যামেরা ও ফোনে সংরক্ষিত ফাইলের ওপর নজরদারি চালাতে পারে। এইসব অ্যাপ প্রায়ই প্রয়োজন ছাড়াই ব্যবহারকারীদের কাছ থেকে ঝুঁকিপূর্ণ অনুমতি গ্রহণ করে থাকে।

হুইচ-এর অনুসন্ধান অনুযায়ী, ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ ২০টি জনপ্রিয় অ্যাপ একত্রে ইনস্টল করলে ব্যবহারকারীদের ৮৮২টি অনুমতি দিতে হয়, যার অনেকগুলোই ঝুঁকিপূর্ণ। শাওমি হোম অ্যাপ চায় সর্বাধিক ৯১টি অনুমতি, যার মধ্যে ৫টি ঝুঁকিপূর্ণ। স্যামসাং স্মার্টথিংস অ্যাপ ৮২টি অনুমতি চায়, এর মধ্যে ৮টি ঝুঁকিপূর্ণ। ফেসবুক ৬৯টি (৬টি ঝুঁকিপূর্ণ)। হোয়াটসঅ্যাপ ৬৬টি (৬টি ঝুঁকিপূর্ণ)। টিকটক ৪১টি (৩টি ঝুঁকিপূর্ণ)। ইউটিউব ৪৭টি (৪টি ঝুঁকিপূর্ণ)।

২০টি অ্যাপের মধ্যে ১৬টি এমন অনুমতি চায়, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই অন্য অ্যাপের পপআপ চালু করতে পারে। আরও ৭টি অ্যাপ আছে যেগুলো ফোন চালু হলেই ব্যাকগ্রাউন্ডে সক্রিয় হয়ে যায়।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানান, এসব তথ্য বিজ্ঞাপনদাতাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবহারকারীদের আচরণ বিশ্লেষণ করে বিজ্ঞাপন টার্গেট করতে এসব তথ্য ব্যবহার করা হয়।

আরও পড়ুন: স্টারলিংকে বৈশ্বিক বিভ্রাট, আড়াই ঘণ্টা বন্ধ ইন্টারনেট

তথ্য সংগ্রহের বিষয়টি স্বীকার করে মেটা (ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান) দাবি করেছে, ব্যবহারকারীর সম্মতি ছাড়া ব্যাকগ্রাউন্ডে মাইক্রোফোন ব্যবহার করা হয় না।

স্যামসাং জানিয়েছে, তাদের অ্যাপ তথ্য সুরক্ষা আইন মেনেই পরিচালিত হয়।

টিকটক জানায়, গোপনীয়তা ও নিরাপত্তা তাদের প্রতিটি পণ্যের গুরুত্বপূর্ণ অংশ এবং প্রয়োজনীয় সেবা দিতেই তথ্য সংগ্রহ করা হয়। সূত্র: ডেইলি মেইল

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়