News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:১৬, ৫ আগস্ট ২০২৫
আপডেট: ২০:২১, ৫ আগস্ট ২০২৫

৬ আগস্ট দেশজুড়ে বিএনপির নতুন কর্মসূচি

৬ আগস্ট দেশজুড়ে বিএনপির নতুন কর্মসূচি

ফাইল ছবি

গত বছরের ৫ আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশব্যাপী ‘বিজয় র‌্যালি’ আয়োজন করেছে। 

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে এবং ছাত্র-জনতার সংগ্রামে বিজয় অর্জিত হয়। এই বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে আগামীকাল ৬ আগস্ট (বুধবার) ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে।

রাজধানী ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‌্যালি শুরু হবে। কেন্দ্রীয় এই কর্মসূচিতে ঢাকা বিভাগের অন্তর্গত ১১টি জেলার নেতাকর্মীদের অংশগ্রহণের কথা রয়েছে। 

এ জেলাগুলো হলো—টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, গাজীপুর, গাজীপুর মহানগর, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা ও নারায়ণগঞ্জ মহানগর।

আরও পড়ুন: ১/১১ নিয়ে উপদেষ্টা মাহফুজের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: রিজভী

সংগঠনের পক্ষ থেকে ঢাকাবাসী, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের যথাসময়ে র‌্যালিতে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। র‌্যালিতে অংশগ্রহণকারীদের শৃঙ্খলা বজায় রেখে অংশ নিতে এবং কর্মসূচিকে শান্তিপূর্ণভাবে সফল করার আহ্বান জানানো হয়।

এর আগে ৫ আগস্ট (মঙ্গলবার) রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক প্রতীকী সমাবেশ ও স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

সেখানে বক্তারা বলেন, গত বছরের এই দিনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের মধ্য দিয়ে দেশের জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারে বিজয় অর্জন করে। এই দিন ইতিহাসের বাঁকে এক গৌরবময় মাইলফলক হয়ে থাকবে।

দলটির শীর্ষ নেতারা দাবি করেন, জুলাই অভ্যুত্থান ছিল এক গভীর রাজনৈতিক ঐক্য ও তরুণ ছাত্র-জনতার আত্মত্যাগের ফল, যা দীর্ঘকাল ধরে চলা ফ্যাসিবাদী দমন-পীড়নের বিরুদ্ধে গণজাগরণের ফলাফল। বিএনপি এই দিনকে 'গণতন্ত্রের বিজয় দিবস' হিসেবে অভিহিত করেছে।

এদিকে বিভিন্ন মহল থেকে বিজয় র‌্যালি ঘিরে নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও ঢাকাসহ বিভিন্ন মহানগরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, বিএনপি জুলাই গণঅভ্যুত্থানকে তাদের রাজনৈতিক ইতিহাসের একটি ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে চিহ্নিত করে আসছে এবং ৫ আগস্ট দিনটিকে ‘ফ্যাসিবাদ পতন দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে। দলটির মতে, এই অভ্যুত্থানের মাধ্যমেই দেশে একটি নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, যার মূল চালিকা শক্তি ছিল ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধ।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়