News Bangladesh

কুড়িগ্রাম সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২২:১১, ৫ আগস্ট ২০২৫

কুড়িগ্রামে সাপের কামড়ে প্রাণ গেলো যুবকের

কুড়িগ্রামে সাপের কামড়ে প্রাণ গেলো যুবকের

ছবি: নিউজবাংলাদেশ

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় সাপের কামড়ে মজনু মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৫ আগস্ট) সকালের দি‌কে রা‌জিবপুর ইউনিয়নের শিবেরডাঙ্গী এলাকার দ‌ক্ষিণ দাগ মা‌ঠে পাট কাট‌তে গি‌য়ে এ ঘটনা ঘ‌টে। নিহত যুবক ওই গ্রামের আবুল হাশেমের ছেলে।

স্থানীয় ও প‌রিবার সূ‌ত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে দ‌ক্ষিণদাগ মা‌ঠে পাট কাটতে যান মজনু মিয়া। এসময় তা‌কে একটি বিষধর সাপ কামড় দেয়। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিয়ে তিনি কাজ চালিয়ে যান। পরে একটি সাপকে গর্তে ঢুকতে দেখে গর্ত খুঁড়ে সেটিকে মেরে ফেলেন।

আরও পড়ুন: আনন্দ মিছিলে অংশ নিতে এসে বিএনপি নেতার মৃত্যু

দুপুরের দিকে তার শরীরে বিষক্রিয়া শুরু হলে তা‌কে হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব‌্যরত চি‌কিৎসক ময়‌মন‌সিংহ মে‌ডি‌কেল কলেজ হাসপাতালে রেফার ক‌র‌লে প‌থিম‌ধ্যেই তার মৃত‌্যু হয়।

স্বজন‌দের অ‌ভি‌যোগ, বিষ‌ক্রিয়া শুরু হ‌লে মজনু মিয়া‌কে রা‌জিবপুর উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নেওয়া হয়। প‌রে তা‌দের ভ‌্যাক‌সিন না থাকায় ময়মন‌সিং‌হে রেফার কর‌লে প‌থেই মৃত‌্যু হয়।

রা‌জিবপুর উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের প‌রিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরওয়ার জাহান ব‌লেন, রোগীর অবস্থা গুরুত্বর হওয়ায় তা‌কে চিকিৎসা দেওয়ার সু‌যোগ ছিল না। ফ‌লে উন্নত চি‌কিৎসার জন‌্য তা‌কে রেফার করা হয়।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়