২০ শতাংশ শুল্ক অন্তর্বর্তী সরকারের আরেকটি সফলতা: আইন উপদেষ্টা

আসিফ নজরুল। ফাইল ছবি
বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্কহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৩১ জুলাই) হোয়াইট হাউসের এক ঘোষণায় এ সিদ্ধান্ত জানানো হয়। এর পরদিন শুক্রবার (১ আগস্ট) এ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, “১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ। অ্যানাদার সাকসেস অব ইন্টেরিম গভর্নমেন্ট।”
হোয়াইট হাউসের ঘোষণায় অন্যান্য দেশের ওপর আরোপিত শুল্ক হারও উল্লেখ করা হয়। পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইনের ওপর ১৯ শতাংশ, ভারতের ওপর ২৫ শতাংশ, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের ওপর ২০ শতাংশ, ব্রাজিলের ওপর ১০ শতাংশ এবং মিয়ানমারের ওপর ৪০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হয়নি: শফিকুল আলম
বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এ সিদ্ধান্তকে সম্ভাব্য ৩৫ শতাংশ পাল্টা শুল্ক এড়ানোর কৌশলগত সাফল্য হিসেবে দেখছেন। তিনি বলেন, “এটি আমাদের পোশাক খাত এবং এ খাতের ওপর নির্ভরশীল লাখ লাখ মানুষের জন্য সুসংবাদ।”
বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, “যুক্তরাষ্ট্রে চীনের বাজার হারানোর সম্ভাবনার মধ্যে ভারতের প্রতি আগ্রহ বাড়ছিল। তবে ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক এবং বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক নির্ধারণে মার্কিন ক্রেতারা এখন বাংলাদেশকে চীনের সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করতে পারেন।”
নিউজবাংলাদেশ.কম/এসবি