News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৬, ৪ আগস্ট ২০২৫

ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে

ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে

ফাইল ছবি

ঢাকাসহ দেশের ৯টি অঞ্চলে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। 

সোমবার (৪ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, বাংলাদেশের দিকে এগিয়ে আসছে একটি শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান’। এটি চলতি বছরের ১০ম বৃষ্টিবলয় এবং ষষ্ঠ মৌসুমি বৃষ্টিবলয়।

বৃষ্টিবলয় ‘ঈশান’ ৪ আগস্ট রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ হয়ে দেশে প্রবেশ করবে এবং ৯ আগস্ট রংপুর হয়ে বাংলাদেশ ছাড়তে পারে।

আরও পড়ুন: ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠে অংশ নিতে ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া নিল সরকার

এই বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের প্রায় ৯০ শতাংশ এলাকায় কমবেশি বৃষ্টি হতে পারে। এর প্রভাব সবচেয়ে সক্রিয় থাকবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিভাগে থাকবে তুলনামূলকভাবে সক্রিয় প্রভাব, আর বরিশাল ও খুলনা বিভাগে থাকবে মাঝারি প্রভাব।

‘ঈশান’ চলাকালে দেশের অধিকাংশ এলাকায় আকাশ থাকবে আংশিক থেকে মেঘাচ্ছন্ন, এবং সক্রিয় অঞ্চলে থাকবে সম্পূর্ণ মেঘাচ্ছন্ন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়