News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:১৩, ৬ আগস্ট ২০২৫

আগস্টে রেমিট্যান্সে ঊর্ধ্বগতি: পাঁচদিনে আয় ৩২ কোটি ডলার

আগস্টে রেমিট্যান্সে ঊর্ধ্বগতি: পাঁচদিনে আয় ৩২ কোটি ডলার

ফাইল ছবি

চলতি আগস্ট মাসের প্রথম পাঁচদিনেই ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৪ হাজার এক কোটি টাকা ছাড়িয়েছে (প্রতি ডলার ১২০ টাকা ধরে)।

এই প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় ১৪ কোটি ৭০ লাখ ডলার বেশি, অর্থাৎ প্রবৃদ্ধির হার প্রায় ৮১ শতাংশ। রেমিট্যান্স প্রবাহে এমন গতি ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসের পর আর দেখা যায়নি।

বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, রেমিট্যান্স প্রবাহ আগস্টের শুরু থেকেই অপ্রত্যাশিতভাবে বেড়েছে। বছরের শুরুর তুলনায় এই মাসে আমরা একটি চমৎকার গতি দেখতে পাচ্ছি।

২০২৪ সালের আগস্ট মাসের প্রথম পাঁচদিনে যেখানে রেমিট্যান্স এসেছিল ১৮ কোটি ১০ লাখ ডলার, ২০২৫ সালের এই সময়েই সেটি বেড়ে দাঁড়িয়েছে ৩২ কোটি ৮০ লাখ ডলারে। অর্থাৎ, মাত্র এক বছরের ব্যবধানে এই পাঁচদিনে অতিরিক্ত ১ হাজার ৭৯৩ কোটি টাকার সমপরিমাণ ডলার এসেছে দেশে।

বাংলাদেশ ব্যাংক বলছে, হুন্ডি বা অবৈধ চ্যানেল ব্যবহারে কঠোরতা, ব্যাংকিং চ্যানেলে প্রণোদনার হার বহাল রাখা, বিদেশে কর্মসংস্থানের পরিমাণ বৃদ্ধি—সব মিলিয়ে রেমিট্যান্সের গতি ইতিবাচক পথে ফিরছে।

২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার বা প্রায় ২.৪৮ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা।

তবে এই মাসে একটি উল্লেখযোগ্য বিষয় ছিল—৮টি অনুমোদিত ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্সই আসেনি। বিষয়টি নজরে রেখে বাংলাদেশ ব্যাংক সেইসব ব্যাংকগুলোর ওপর অতিরিক্ত নজরদারি ও নিরীক্ষা চালাচ্ছে।

২০২৪-২৫ অর্থবছরের (জুলাই ২০২৪ – জুন ২০২৫) ১২ মাসে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। এর আগের অর্থবছর ২০২৩-২৪-এ রেমিট্যান্স ছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার। অর্থাৎ বার্ষিক প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ২৬ দশমিক ৮ শতাংশ।

আরও পড়ুন: তুরস্ক থেকে ২৫ হাজার টন চিনি আমদানি, ব্যয় ১৭৬ কোটি টাকা

বিশ্লেষকদের মতে, মার্চ মাসে ঈদুল ফিতরের পূর্ববর্তী সময়ে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা ব্যাপক হারে অর্থ পাঠান। ফলে ঐ মাসে রেমিট্যান্স প্রবাহের সর্বোচ্চ রেকর্ড গড়ে।

বিশ্লেষকরা বলছেন, সরকার ও বাংলাদেশ ব্যাংকের একাধিক নীতিগত পদক্ষেপ এধরনের প্রবৃদ্ধির পেছনে মূল ভূমিকা রাখছে। এর মধ্যে রয়েছে—

  • হুন্ডি রোধে কঠোর নজরদারি
  • বিদেশি ব্যাংক ও এক্সচেঞ্জ হাউজের সঙ্গে চুক্তি বৃদ্ধি
  • ব্যাংকিং চ্যানেলে প্রণোদনা সংরক্ষণ ও প্রসার
  • নতুন শ্রমবাজারে বাংলাদেশিদের প্রবেশ
  • বিদেশে পাঠানো কর্মীর সংখ্যা বৃদ্ধি

সরকারি তথ্যমতে, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রায় সাড়ে ৬ লাখ বাংলাদেশি কর্মী বিভিন্ন দেশে গেছেন, যা আগের বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।

আগস্ট মাসের মাত্র প্রথম পাঁচদিনেই যদি ৩২ কোটির বেশি ডলার আসে, তবে সম্পূর্ণ মাস শেষে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলেই আশাবাদ ব্যক্ত করছেন বিশ্লেষকরা। এটি হলে মার্চের রেকর্ডও টপকে যেতে পারে আগস্টে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়