News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:২৫, ৬ আগস্ট ২০২৫

লন্ডনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের বৈঠক

লন্ডনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে একান্ত বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। 

কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে, লন্ডনের এক নির্দিষ্ট স্থানে নিরাপত্তা নিশ্চিত করে আয়োজিত হয় বলে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

বিএনপির পক্ষ থেকে এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন দলের চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। 

একইসঙ্গে বৈঠকের তথ্য নিশ্চিত করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। যদিও বৈঠক বিষয়ে বিস্তারিত জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও হুমায়ুন কবীরকে তাৎক্ষণিকভাবে ফোনে পাওয়া যায়নি।

সূত্রমতে, বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, আন্তর্জাতিক মহলের উদ্বেগ, আসন্ন জাতীয় নির্বাচন ও তার আগে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। 

আরও পড়ুন: রাজনীতিবিদদের মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়: তারেক রহমান

বিশেষভাবে, বিএনপি যদি আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হয়, তবে তারা কেমন সরকার গঠন করবে এবং কোন কাঠামোর মধ্যে দেশ পরিচালনা করবে — এসব বিষয় যুক্তরাষ্ট্রের আগ্রহের কেন্দ্রে ছিল বলে জানা গেছে।

হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক মহলের আগ্রহ বেড়েছে বিএনপি এবং বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে। যুক্তরাষ্ট্রসহ নানা শক্তিধর রাষ্ট্র এখন বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন চায়। এই প্রেক্ষাপটেই বৈঠকে নির্বাচন ও সরকার গঠনে বিএনপির রূপরেখা আলোচিত হয়েছে।

এই আলোচনার প্রেক্ষিতে হুমায়ুন কবীর আরও জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি বছরের মধ্যেই দেশে ফিরতে পারেন। 

তার ভাষ্য, এ বছরই দেশে ফিরবেন তারেক রহমান। নভেম্বর মাসে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। এর আগেই তিনি বাংলাদেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেবেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়