News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৩, ৪ আগস্ট ২০২৫
আপডেট: ১১:২৪, ৪ আগস্ট ২০২৫

৭ ট্রিলিয়ন ডলারের হালাল অর্থনীতির সুযোগ নিতে চায় বাংলাদেশ: আশিক চৌধুরী

৭ ট্রিলিয়ন ডলারের হালাল অর্থনীতির সুযোগ নিতে চায় বাংলাদেশ: আশিক চৌধুরী

আশিক চৌধুরী। ছবি: সংগৃহীত

সাত ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক হালাল অর্থনীতিতে প্রতিযোগিতামূলক অবস্থান অর্জনে কাজ করছে বাংলাদেশ সরকার—এ কথা জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

রবিবার (৪ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘হালাল ইকোনমি ৩৬০: ড্রাইভিং গ্লোবাল গ্রোথ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিশ্বের অধিকাংশ হালাল পণ্য অমুসলিম দেশগুলো উৎপাদন করে, যা মুসলিম প্রধান দেশ হিসেবে আমাদের জন্য দুর্ভাগ্যজনক হলেও বড় সুযোগও বটে।”

তিনি বলেন, “সঠিক নীতিমালা, অবকাঠামোগত উন্নয়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশ হালাল অর্থনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে পারে।”

বিডা চেয়ারম্যান জানান, হালাল পণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়াতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার নানা উদ্যোগ নিয়েছে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান। তিনি হালাল অর্থনীতিতে দুই দেশের সম্ভাব্য সহযোগিতার কথা তুলে ধরেন এবং মালয়েশিয়ার অভিজ্ঞতা ভাগাভাগি করতে আগ্রহ প্রকাশ করেন।

আরও পড়ুন: জুলাইয়ে রেমিট্যান্সে এসেছে ২৪৮ কোটি ডলার

অনুষ্ঠানে বিএমসিসিআই সভাপতি সাব্বির এ খান বলেন, “বিশ্বে হালাল পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে। তৈরি পোশাক খাতের বাইরেও হালাল পণ্যে বাংলাদেশ একটি শক্তিশালী সরবরাহকারী হতে পারে।”

তিনি জানান, সুনির্দিষ্ট নীতিমালা ও সহজ সনদপ্রক্রিয়া থাকলে ২০৩০ সালের মধ্যে শুধু মালয়েশিয়াতেই ৭–৮ বিলিয়ন মার্কিন ডলারের হালাল পণ্য রপ্তানি সম্ভব।

বিএমসিসিআই আয়োজিত এ সেমিনারে অংশ নেন নীতিনির্ধারক, উদ্যোক্তা ও খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। আলোচনায় হালাল অর্থনীতির বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়