News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১২, ৪ আগস্ট ২০২৫

নির্বাচনের আগ পর্যন্ত অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের আগ পর্যন্ত অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৪ আগস্ট) রাজধানীতে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা  বলেন, “আমাদের অনেক অস্ত্র খোয়া গেছে, সেগুলো উদ্ধার করতেই এই অভিযান চালানো হচ্ছে। নির্বাচনের আগ পর্যন্ত এ অভিযান চলবে।”

৫ আগস্ট ঘিরে নিরাপত্তা শঙ্কা রয়েছে কি না—জানতে চাইলে তিনি বলেন, “৩ আগস্ট নিয়েও আশঙ্কা ছিল, কিন্তু আল্লাহর রহমতে কিছু হয়নি। সতর্কতা সবসময়ই থাকে, আমরা প্রস্তুত রয়েছি।”

তিনি আরও বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের সময়ের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, যদিও কাঙ্ক্ষিত মাত্রায় নয়। “তবে কতটা উন্নতি হয়েছে, তা জনগণই ভালো বলতে পারবে,” মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: ১১ মাসে সারাদেশে পুলিশের বিরুদ্ধে ৭৬১টি মামলা, গ্রেফতার ৬১: টিআইবি

নির্বাচনে অংশগ্রহণ ও সুরক্ষা বিষয়ে তিনি বলেন, “কে নির্বাচনে অংশ নেবে বা নেবে না, তা নির্বাচন কমিশনের এখতিয়ার। আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।”

তিনি জানান, সব দলকে নিরাপত্তা দেওয়া হচ্ছে, তবে যাদের ঝুঁকি বেশি, তাদের অধিক নিরাপত্তা দেওয়া হচ্ছে। কোন দল কতটা ‘ভার্নারেবল’, তা নির্ধারণ করছে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়