প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তার সরকারি বাসভবন ‘যমুনা’ এবং বাংলাদেশ সচিবালয় সংলগ্ন এলাকায় সকল ধরনের সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী ৮ আগস্ট ২০২৫ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
বুধবার (৬ আগস্ট) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আরও পড়ুন: ওএসডি দশ ডিআইজিসহ ৭৬ পুলিশ কর্মকর্তার একযোগে বদলি ও পদায়ন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকা অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ সচিবালয় ও তার পার্শ্ববর্তী এলাকা, সরকারি বাসভবন যমুনা এবং আশেপাশের গুরুত্বপূর্ণ ক্রসিংগুলো — যেমন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং এবং মিন্টু রোড ক্রসিং।
এই এলাকাগুলোতে সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট এবং শোভাযাত্রাসহ সকল ধরনের গণতান্ত্রিক কর্মসূচি থেকে বিরত থাকতে সকলকে অনুরোধ করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি