News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৮, ৪ আগস্ট ২০২৫

শুধু ভুল নয়, সরকারের ভালো বিষয়গুলোও দেখুন:  ড. সালেহউদ্দিন

শুধু ভুল নয়, সরকারের ভালো বিষয়গুলোও দেখুন:  ড. সালেহউদ্দিন

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকারের উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রম উপেক্ষা করা ঠিক নয়। শুধুমাত্র ভুল বা নেতিবাচক দিক নয়, ভালো দিকগুলোর প্রতিও নজর দেওয়া জরুরি।

সোমবার (৪ আগস্ট) ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস সংক্রান্ত কার্যক্রম নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “কেউ কেউ শুধু বলেন—এটা নেই, ওটা নেই। কিন্তু অনেক কিছুই আছে যা ইতিবাচক। সরকারের ভুল আছে, তবে গঠনমূলক সমালোচনা করলে তা সংশোধনের সুযোগও তৈরি হয়।”

এ সময় তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভূয়সী প্রশংসা করে বলেন, এনবিআরের একটি সুনাম রয়েছে, যা ধরে রাখা প্রয়োজন।

আরও পড়ুন: ৭ ট্রিলিয়ন ডলারের হালাল অর্থনীতির সুযোগ নিতে চায় বাংলাদেশ: আশিক চৌধুরী

সেমিনারে ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্ন সেবারও উদ্বোধন করেন ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “ডিজিটাইজেশনের মাধ্যমে রাজস্ব খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়