আরও পিছিয়ে গেল রণবীর সিংয়ের ‘ডন ৩’র শুটিং

রণবীর সিং। সংগৃহীত ছবি
রণবীর সিং অভিনীত আসন্ন সিনেমা ‘ধুরন্ধর’ নিয়ে দর্শকমহলে ইতোমধ্যেই বেশ আগ্রহ তৈরি হয়েছে। নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে ৫ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে। তবে এর মধ্যেই বলিউডপাড়া আলোচনায় সরব আরেক প্রতীক্ষিত সিনেমা ‘ডন ৩’ নিয়ে।
প্রথমে ধারণা ছিল, ২০২৩ সালের আগস্টেই শুটিং শুরু হবে। তবে নির্মাতা ফারহান আখতার তার অন্য প্রজেক্ট ‘বাহাদুর ১২০’-এর কারণে ‘ডন ৩’-এর কাজ পিছিয়ে দেন। এরপর নতুন সময়সূচি ছিল ২০২৫ সালের মে-জুন। কিন্তু সেটিও বাস্তবায়ন হয়নি।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ‘ডন ৩’-এর শুটিং আরও পিছিয়ে ২০২৬ সালেও গড়াতে পারে, এমনকি প্রজেক্টটি বাতিল করার কথাও ভাবা হচ্ছে। সূত্র বলছে, ছবিতে খলচরিত্রে চুক্তিবদ্ধ থাকা বিক্রান্ত মেসি সরে যাচ্ছেন, আর তার বিদায়ও শুটিং বিলম্বের একটি প্রধান কারণ।
আরও পড়ুন: ছেলেকে নিয়ে নিউইয়র্কে একসঙ্গে শাকিব-বুবলী
এর আগেই প্রধান নারী চরিত্র থেকে সরে যান কিয়ারা আদভানি, বর্তমানে যিনি মাতৃত্বকালীন সময় পার করছেন। তার জায়গায় কৃতি শ্যাননের নাম শোনা গেলেও কিছুই চূড়ান্ত হয়নি। কৃতিও এ বিষয়ে এখনো প্রকাশ্যে কিছু বলেননি।
সিনেমাটির বর্তমান অবস্থা নিয়ে রণবীর সিংকে জানানো হয়েছে, তবে তিনিও এখনো এ নিয়ে কোনো মন্তব্য করেননি।
নিউজবাংলাদেশ.কম/এসবি