ছেলেকে নিয়ে নিউইয়র্কে একসঙ্গে শাকিব-বুবলী

ছবি: সংগৃহীত
কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এর কয়েকদিন পর সেখানে পৌঁছান চিত্রনায়িকা শবনম বুবলী। এরপর থেকেই নিউইয়র্ক শহরে তাদের একসঙ্গে ঘোরাঘুরির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক মাধ্যমে। সঙ্গে রয়েছেন তাদের সন্তান শেহজাদ খান বীর।
রবিবার (৩ আগস্ট) বুবলী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ১১টি ছবি শেয়ার করেন। ছবিগুলোতে শাকিব-বুবলী ও বীরকে বিভিন্ন স্থানে ঘুরতে দেখা যায়। একটি ছবিতে দেখা গেছে, শাকিব খান বুবলীকে জড়িয়ে ধরে দূরের কিছু দেখাচ্ছেন। ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘লাইফ ইন ইউএসএ। আমেরিকা।’
ছবিগুলো প্রকাশের পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভক্ত-অনুরাগীরা কমেন্টে তাদের ভালোবাসা ও কৌতূহল প্রকাশ করেন। অনেকেই এটিকে ‘নতুন শুরু’র ইঙ্গিত হিসেবেও দেখছেন।
উল্লেখ্য, বিয়ে ও বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন শাকিব-বুবলী-অপু বিশ্বাসের সম্পর্ক নিয়ে নানা আলোচনা হয়েছে। তবে গত ক’বছরে অপু কিংবা বুবলীর সঙ্গে শাকিবকে এমন ঘনিষ্ঠভাবে প্রকাশ্যে দেখা যায়নি। তাই বুবলীর এই ছবিগুলো যেন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আরও পড়ুন: এক মিনিটের ভিডিওতে নেটদুনিয়ায় ঝড় তুললেন নুসরাত ফারিয়া
এর আগে, দুই বছর আগে শাকিব খান বড় ছেলে জয় ও তার মা অপু বিশ্বাসকে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণে গিয়েছিলেন। সেসময়ও নিউইয়র্ক, নায়াগ্রা ফলসসহ কয়েকটি শহরে ঘুরে বেড়িয়েছিলেন তারা। এবার যেন সেই ঘটনারই পুনরাবৃত্তি, তবে এবার আরও ঘনিষ্ঠ পারিবারিক পরিমণ্ডলে।
নিউজবাংলাদেশ.কম/এসবি