News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪২, ২ আগস্ট ২০২৫

এক মিনিটের ভিডিওতে নেটদুনিয়ায় ঝড় তুললেন নুসরাত ফারিয়া

এক মিনিটের ভিডিওতে নেটদুনিয়ায় ঝড় তুললেন নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত

ঢালিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া তার সিনেমা ‘জিন ৩’ বক্স অফিসে তেমন সাড়া ফেলতে না পারলেও, সিনেমার আইটেম গান ‘কন্যা’-তে ফারিয়ার উপস্থিতি আলাদা করে নজর কাড়ে দর্শকদের।

এরই মাঝে গত বছরের জুলাই মাসে এক আন্দোলন ঘিরে আইনি জটিলতায় জড়িয়ে পড়েন ফারিয়া এবং গ্রেফতার হয়ে জেলও খাটেন। তবে দ্রুত জামিন পেয়ে আগের মতো স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছেন এ চিত্রনায়িকা।

বর্তমানে তাকে নিয়মিত দেখা যাচ্ছে বিভিন্ন ইভেন্ট, ফটোশুট, সাক্ষাৎকার ও প্রোমোশনাল ভিডিওতে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মেকওভার ভিডিও প্রকাশ করে নতুন করে আলোচনায় আসেন তিনি। এক মিনিটের সেই ভিডিও ভাইরাল হয়ে যায় মুহূর্তেই।

ভিডিওটিতে নুসরাত ফারিয়াকে দেখা গেছে দুটি ভিন্ন লুকে। প্রথম লুকে তিনি একটি জমকালো লাল শাড়ি, ভারি গয়না, টিকলি, নাকের রিং, হাতে বালা ও চুড়িতে সাজানো অবস্থায় রাজকীয় এক আভিজাত্য প্রকাশ করেন। অন্যদিকে, দ্বিতীয় লুকে তাকে দেখা যায় সাদা পোশাক, হালকা গয়না, চোকার, ব্রেসলেট, আংটি ও বেনি করা চুলে এক অনন্য স্নিগ্ধতায়।

আরও পড়ুন: ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ খান

ফারিয়ার মুখভর্তি হাসি আর সাজের পরিপূর্ণতা মুগ্ধ করেছে নেটিজেনদের। ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গেই তা ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই কমেন্টে ফারিয়ার রূপ ও রুচিশীলতার প্রশংসা করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়