‘পুতুলনাচের ইতিকথা’ বড় পর্দায়, কুসুম চরিত্রে জয়া আহসান

জয়া আহসান। ছবি: সংগৃহীত
মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পুতুলনাচের ইতিকথা অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র। সুমন মুখার্জি পরিচালিত এ সিনেমায় কুসুমের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। মুক্তির প্রাক্কালে সম্প্রতি কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা, যেখানে উপস্থিত ছিলেন পরিচালক, অভিনেতারা এবং শিক্ষাবিদরা।
আলোচনায় অংশ নেন ছবির পরিচালক সুমন মুখার্জি, অভিনেত্রী জয়া আহসান, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সুমিত চক্রবর্তী ও বাংলা বিভাগের অধ্যাপক সন্দীপকুমার মণ্ডল।
পরিচালক সুমন বলেন, “আমি মূলত চিত্রনাট্য নিয়ে কথা বলেছি। উপন্যাস নিয়ে অনেক আলোচনা-লেখালিখি হয়েছে। ‘শরীর শরীর শরীর, তোমার মন নেই কুসুম’—এই সংলাপটা নিয়েও বহু বিশ্লেষণ হয়েছে। কিন্তু এটি শশীর কথা, না মানিকের নিজের মত—সেটা উপন্যাসে স্পষ্ট না হলেও, সিনেমার চিত্রনাট্যে তা স্পষ্টভাবে উপস্থাপন করেছি।”
আলোচনায় আলো ছড়ান কুসুম চরিত্রাভিনেত্রী জয়া আহসানও। সবুজ কুর্তি ও সাদা পাজামায় সভায় হাজির হয়ে তিনি বলেন, “নারীদের সাধারণত কামনা ও বাসনার বস্তু হিসেবে দেখানো হয়। কিন্তু কুসুম নিজেও কামনা-বাসনার অধিকারী, এবং সে তা গোপন করে না। সে যেন এক খোলা বই।”
জয়া আরও বলেন, “কুসুমের মন, শরীর ও আত্মা একসঙ্গে পথ হাঁটে। এখানেই তার সঙ্গে শশীর তফাৎ। কুসুম নিজস্ব অবস্থান থেকে শশীর মতাদর্শকে চ্যালেঞ্জ করার মতো সক্ষম চরিত্র। তার মধ্যে কোনো জড়তা নেই, কোনো লক্ষ্মণরেখা নেই। এই স্বাধীনতাই তাকে আধুনিক করে তোলে।”
আরও পড়ুন: সিনেমার প্রিমিয়ারে প্রযোজককে জুতাপেটা করলেন অভিনেত্রী
তিনি যোগ করেন, “আমি নিজেও কুসুমের মতো হতে পারি না। যেমন গ্রামবাংলার বাউলরা দেহ-মন-আত্মা এক করে জীবন দেখে, তেমনি কুসুমও। সে যা ভাঙে, তা-ই যেন তৈরি করে নতুন এক ব্রহ্মাণ্ড।”
নিউজবাংলাদেশ.কম/এসবি