৩৩ বছরের ক্যারিয়ারে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ খান

শাহরুখ খান। ছবি: সংগৃহীত
দীর্ঘ ৩৩ বছরের বর্ণাঢ্য অভিনয় ক্যারিয়ারে অবশেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন বলিউড কিং শাহরুখ খান। ২০২৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তার অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘জাওয়ান’-এ অনবদ্য অভিনয়ের জন্য তিনি এই সম্মাননা লাভ করেন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই খবরে তার অগণিত ভক্তদের মাঝে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাসের ঢেউ।
‘কিং খান’ খ্যাত এই সুপারস্টার এর আগেও অসংখ্য হিট সিনেমা উপহার দিলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার তার ক্যারিয়ারে ছিল না। ‘জাওয়ান’-এর সফলতা এবং তাতে তার অসাধারণ অভিনয় সেই অপূর্ণতা এবার পূরণ করল।
সিনেমাটিতে অ্যাকশন, রোমান্স ও ড্রামার দুর্দান্ত সংমিশ্রণে শাহরুখ নিজেকে নতুনভাবে তুলে ধরেন। যা কেবল বক্স অফিসে নয়, সমালোচকদের কাছেও ব্যাপক প্রশংসিত হয়।
আরও পড়ুন: তীরন্দাজ রেপার্টরির অস্থির সময়ের নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’
বিশ্বজুড়ে তার জনপ্রিয়তা দীর্ঘদিনের। ফ্রান্স সরকার তাকে ‘অর্ডার দেস আর্টস এট দেস লেটারস’ ও ‘লিজিয়ন অব অনার’-এর মতো সম্মাননায় ভূষিত করেছে, যা তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রমাণ।
দীর্ঘ অপেক্ষার পর এই জাতীয় স্বীকৃতি শাহরুখ খানের ক্যারিয়ারে এক নতুন পালক যোগ করেছে। এটি শুধুই তার সাফল্য নয়, বরং তার বিশ্বব্যাপী ভক্তদের ভালোবাসারও প্রতিফলন।
নিউজবাংলাদেশ.কম/এসবি