প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত দেশের প্রায় ৫০ লাখ মানুষ: আইওএম
ফাইল ছবি
প্রাকৃতিক দুর্যোগের কারণে বর্তমানে ৪৯ লাখ ৫৫ হাজার ৫২৭ জন মানুষ দেশের ভেতরে বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
সংস্থাটি বুধবার (১০ ডিসেম্বর) বাস্তুচ্যুত মানুষের প্রথম জাতীয় গণনা প্রকাশ করে।
আইওএম বাংলাদেশ মিশনের প্রধান ল্যান্স বোনো বলেন, দেশের দুই-তৃতীয়াংশ মানুষ ২০২০ সালের আগেই বাস্তুচ্যুত হয়েছে। যা দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির চিত্র তুলে ধরে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে ২৯ হাজারের বেশি তথ্যদাতার সাক্ষাৎকার নেয়া হয়।
কুড়িগ্রামে বিপন্ন প্রজাতির শকুন উদ্ধার
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ বলেন, ডেটাবেইস ও ট্র্যাকিং সফটওয়্যার তৈরি হলে বাস্তুচ্যুত মানুষের সহায়তা আরও কার্যকর হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাভীদ শফিউল্লাহ বলেন, জলবায়ুজনিত বাস্তুচ্যুতি শুধু পরিবেশ নয় উন্নয়ন ও ন্যায়বিচারের ইস্যু।
প্রসঙ্গত, দেশে এই প্রথম বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙনসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রকৃত সংখ্যা একত্রে জানা গেল।
নিউজবাংলাদেশ.কম/এনডি








