News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩৮, ১০ ডিসেম্বর ২০২৫

দেশ রক্ষায় ধানের শীষের জয় জরুরি: তারেক রহমান

দেশ রক্ষায় ধানের শীষের জয় জরুরি: তারেক রহমান

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করা ছাড়া দেশের রক্ষা সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

তিনি আরও জানান, ক্ষমতায় গেলে বিএনপি কোনো মেগা প্রকল্পে খরচ করবে না; বরং স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির চতুর্থ দিনের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন। 

তারা বলেন, ধানের শীষকে জেতানো হলে জনগণের পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে। আপনাদের নির্বাচনী এলাকা, গ্রামে ও পৌরসভার ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে আমাদের রাষ্ট্র পরিকল্পনার কথা জানাতে হবে।

আরও পড়ুন: রাজনীতির চেয়ে বড় প্রয়োজন একটি ঐক্যবদ্ধ দেশ: তারেক রহমান

তরুণ শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাব্যবস্থা এমনভাবে গড়ে তোলা হবে যাতে একজন শিক্ষার্থী দশম বা বারোতম শ্রেণি শেষ করার পর অন্তত দুটি বিদেশি ভাষা লিখতে ও পড়তে সক্ষম হয়। 

তিনি আরও বলেন, খেলার মাঠের অভাব দূর করা হবে এবং শিশু ও কিশোরদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা তৈরি করা হবে।

আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে স্মরণ করে তারেক রহমান বলেন, স্বৈরাচারের সময় শুধু রাজনৈতিক কর্মীরাই নয়, সাধারণ মানুষও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন। দেশে পুনরায় এমন পরিস্থিতি চাই না বিএনপি। 

তিনি ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারী সমাজকে স্বাবলম্বী করার উদ্যোগ এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনার কথাও তুলে ধরেন।

তিনি বলেন, ক্ষমতায় গেলে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার ৮০–৮৫ শতাংশ নারী হবে। রাষ্ট্র পরিচালনায় একমাত্র বিএনপি সুসংগঠিত পরিকল্পনা প্রণয়ন করেছে এবং তা বাস্তবায়ন করতে চায়।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়