বিজয়ের মাসেই দেশে ফিরবেন তারেক রহমান: আতিকুর রহমান
আতিকুর রহমান রুমন। সংগৃহীত ছবি
‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানিয়েছেন, বিজয়ের মাসেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের জন্য অপেক্ষমাণ এক রিকশাচালকের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমন বলেন, “নিন্দুকেরা তারেক রহমানকে নিয়ে নানা মন্তব্য করছেন। কিন্তু তিনি এসব নিয়ে ভাবেন না। বীরের বেশেই তিনি দেশে ফিরবেন।”
এ সময় ছয় দিন ধরে ধানের শীষ প্রতীক হাতে নিয়ে অপেক্ষা করা রিকশাচালক আনোয়ার হোসেনের কাছ থেকে প্রতীকটি সংগ্রহ করেন রুমন। তিনি জানান, ডা. জুবাইদা রহমানের নির্দেশেই ধানের শীষটি গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: বিএনপির হাতেই দেশকে এগিয়ে নেয়ার ক্ষমতা: তারেক রহমান
রুমন আরও জানান, বাড়ি ফেরার পথে ডা. জুবাইদা রহমান ওই রিকশাচালকের সঙ্গে সাক্ষাৎ করবেন। তাঁর পক্ষ থেকে আনোয়ার হোসেনকে একটি রিকশা উপহার দেওয়ার প্রস্তাব করা হলে তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেই কেবল তিনি রিকশাটি গ্রহণ করবেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








