বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের আলোক দিশারি: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
তিনি বলেছেন, কঠোর রক্ষণশীল পারিবারিক পরিবেশে বেড়ে ওঠা বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত ও আলোকদিশারি।
সোমবার (৮ ডিসেম্বর) বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত বাণীতে তারেক রহমান এ শ্রদ্ধা জানান।
তারেক রহমান বলেন, বেগম রোকেয়া উপলব্ধি করেছিলেন যে সমাজে নারীর পিছিয়ে পড়ার মূল কারণ শিক্ষা থেকে বঞ্চিত হওয়া। তাই নারীর আত্মমর্যাদা ও ব্যক্তিত্ব বিকাশের প্রধান হাতিয়ার হিসেবে তিনি শিক্ষাকে গুরুত্ব দেন। বিশেষ করে মুসলিম নারী সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করতে তিনি প্রথম দিককার সাহসী পদক্ষেপ নেন।
তিনি আরও বলেন, নারীমুক্তির কথা বলায় রোকেয়াকে সেই সময়ের গোঁড়া রক্ষণশীলদের তীব্র বিরোধিতা ও আক্রমণের মুখে পড়তে হয়েছিল। তবুও তিনি ছিলেন দৃঢ়, অদম্য ও অবিচল। তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে তিনি নারীর প্রতি অন্যায় ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে সোচ্চার হন। সমাজ, সংসার ও অর্থনীতির কেন্দ্রে নারীর স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন কাজ করে গেছেন।
নারীর সঠিক স্বাধীনতা ও শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে তারেক রহমান বলেন, রোকেয়ার কর্মময় জীবন আজও নারী সমাজকে অনুপ্রাণিত করবে।
আরও পড়ুন: দলীয় প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আমীর খসরুর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণীতে বেগম রোকেয়ার অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, বেগম রোকেয়া ছিলেন নারীর অগ্রগতির এক অক্লান্ত পথিকৃত। তার মতে, নারীর অগ্রযাত্রায় শিক্ষাই সবচেয়ে বাস্তব ও অপরিহার্য শক্তি, যা নারীকে আত্মনির্ভরশীল ও স্বমহিমায় প্রতিষ্ঠিত করবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








