মস্কোর কাছে রুশ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৭
ছবি: সংগৃহীত
রাশিয়ার রাজধানী মস্কোর কাছে ইভানোভো অঞ্চলে একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ সাতজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মস্কো থেকে ইভানোভো অঞ্চলের দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার।
সংবাদমাধ্যম আল জাজিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি এএন–২২ সিরিজের একটি সামরিক পরিবহন বিমান। ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় মেরামতের পর বিমানটি পরীক্ষামূলক (টেস্ট) ফ্লাইটে ওড়ানো হয়। ফ্লাইটটিতে পাইলটসহ মোট সাতজন ক্রু উপস্থিত ছিলেন।
টেক-অফের অল্প সময় পরই বিমানটি জনবসতিহীন একটি এলাকায় তীব্র শব্দে আছড়ে পড়ে। ফলে বিমানের ক্রু ছাড়া অন্য কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আরও পড়ূন: সাত দশকের নিষেধাজ্ঞা ভেঙে সৌদিতে প্রকাশ্যে মদ বিক্রি শুরু
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা কাজ শুরু করেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








