থাই সেনাবাহিনীর হামলায় কম্বোডিয়ায় ৬ জন নিহত
ছবি: এএফপি
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে থাই সেনাবাহিনী কম্বোডিয়ার সীমান্ত এলাকায় গোলাবর্ষণ করে। এতে দুজন সাধারণ মানুষ নিহত হয়। থাই সীমান্ত সংঘর্ষে এখন পর্যন্ত কম্বোডিয়ার মোট ৬ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। সংবাদ: এএফপি
কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ফেসবুক পোস্টে জানায়, মধ্যরাতের পর থাই সেনাবাহিনী সীমান্তবর্তী প্রদেশ বান্টে মিঞ্চেতে গুলি চালিয়েছে, যার ফলে জাতীয় সড়ক ৫৬-এ ভ্রমণরত দুই বেসামরিক লোক গোলাবর্ষণে নিহত হয়েছে।
তথ্যমন্ত্রী নেথ ফেকত্রা এএফপিকে জানিয়েছেন, সোমবার (৮ ডিসেম্বর) থাইল্যান্ডের সীমান্তবর্তী প্রিয়াহ ভিহিয়ার ও ওদ্দার মিঞ্চে প্রদেশে থাই গোলাবর্ষণে কমপক্ষে চারজন কম্বোডিয়ান নাগরিক নিহত হয়েছিলেন। মঙ্গলবার রাতের ঘটনায় আরও দুজন নিহত হওয়ায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া সোমবার প্রায় ১০ জন বেসামরিক লোক আহত হয়েছেন।
ভারতের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
থাই সেনাবাহিনী জানিয়েছে, গত রোববার (৭ ডিসেম্বর) নতুন করে হামলা শুরু হওয়ার পর থেকে তাদের একজন সৈন্য নিহত ও ১৮ জন আহত হয়েছেন। তারা আরও জানিয়েছে, মঙ্গলবার সীমান্ত সংঘর্ষে তাদের আরও দুই সৈন্য নিহত হয়েছে।
উভয় পক্ষই নতুন করে লড়াই শুরু করার জন্য একে অপরকে দায়ী করছে। এই সংঘাতের কেন্দ্রবিন্দু হলো- এই অঞ্চলে ফ্রান্সের ঔপনিবেশিক শাসনামলে চিহ্নিত সীমানা নিয়ে শতাব্দী প্রাচীন বিরোধ, যেখানে উভয় দেশই সীমান্ত মন্দিরের কিছু অংশ দাবি করে আসছে। সোমবার থাইল্যান্ড এই সংঘাতের জেরে প্রতিবেশীর বিরুদ্ধে বিমান হামলা ও ট্যাঙ্ক ব্যবহার করেছে।
নিউজবাংলাদেশ.কম/এনডি








