ভারতের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
আবারও ভারতের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি জানান, ভারত থেকে চাল ও কানাডা থেকে সার আমদানির ওপর তার প্রশাসন নতুন শুল্ক আরোপ করতে পারে। কারণ, দুই দেশের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনায় কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি, বরং স্থবির হয়ে আছে।
স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) হোয়াইট হাউজের এক বৈঠকে তিনি একথা জানান।
ট্রাম্প বৈঠকে মার্কিন কৃষকদের জন্য ১২ বিলিয়ন ডলার (১২০০ কোটি ডলার) অর্থনৈতিক সহায়তা ঘোষণা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কৃষকরা দেশের জাতীয় সম্পদ এবং মেরুদণ্ড; তাদের সুরক্ষায় শুল্ককে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে।
তিনি বিশেষ করে ভারতকে উদাহরণ হিসেবে উল্লেখ করেন, noting যে ভারতীয় চাল যুক্তরাষ্ট্রের স্থানীয় কৃষকদের জন্য প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জ তৈরি করছে। ট্রাম্প বলেন, “শুল্ক আরোপ করলে দুই মিনিটেই সমস্যা সমাধান সম্ভব।”
কানাডা থেকে আসা সার নিয়েও ট্রাম্প সতর্ক করেন। তিনি বলেন, প্রয়োজন হলে এর ওপর কঠোর শুল্ক আরোপ করা হবে যাতে স্থানীয় উৎপাদন বৃদ্ধি পায়।
আরও পড়ুন: জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
প্রসঙ্গত, গত এক দশকে ভারত-যুক্তরাষ্ট্রের কৃষি বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যুক্তরাষ্ট্রে ভারত বাসমতি চাল, অন্যান্য চালজাত পণ্য, মসলা ও সামুদ্রিক খাদ্য রপ্তানি করে। অপরদিকে, ভারত যুক্তরাষ্ট্র থেকে বাদাম, তুলা ও ডাল আমদানি করে। তবে বাজার প্রবেশাধিকার ও ভর্তুকি সংক্রান্ত বিরোধ আলোচনা জটিল করছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








