News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৯, ৯ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৮:২০, ৯ ডিসেম্বর ২০২৫

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

জাপানের উত্তর-পূর্ব অঞ্চলে শক্তিশালী ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। 

স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) রাতে হোক্কাইডোসহ আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল অওমোরি প্রদেশের উপকূলীয় এলাকাতে, যার উৎসস্থল ছিল প্রায় ৫০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পরপরই দেশটির উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে কিছু উপকূলে উচ্চমাত্রার ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর। প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সর্বোচ্চ তিন মিটার (১০ ফুট) উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: পাকিস্তানের হামলায় ২৩ আফগান সেনা নিহত

উল্লেখ্য, ২০১১ সালে জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ১৮ হাজারের বেশি মানুষ নিহত হয়। সেসময়ে কিছু এলাকায় ৪০ মিটার পর্যন্ত উচ্চতার ঢেউয়ে ঘরবাড়ি, রাস্তা, খামার বিধ্বস্ত হয় এবং লক্ষাধিক মানুষ পরিষেবা সংকটে পড়ে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়