News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৩, ১০ ডিসেম্বর ২০২৫

নিউইয়র্ক টাইমসের ‘২০২৫ মোস্ট স্টাইলিশ’ তালিকায় শাহরুখ খান

নিউইয়র্ক টাইমসের ‘২০২৫ মোস্ট স্টাইলিশ’ তালিকায় শাহরুখ খান

শাহরুখ খান। ছবি: সংগৃহীত

আমেরিকার প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস প্রকাশিত ২০২৫ সালের মোস্ট স্টাইলিশ ৬৭ ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের প্রভাবশালী ও স্টাইল-আইকনদের নিয়ে সাজানো এই তালিকায় শাহরুখের নাম প্রকাশিত হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন তার ভক্তরা।

তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন-মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী সাবরিনা কার্পেন্টার, র‍্যাপার ডোইচি, অভিনেতা ও ফ্যাশন ডিজাইনার এএসএপি রকি, সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ও মডেল ভিভিয়ান উইলসন, গায়িকা নিকোল শেরজিঙ্গার, অভিনেতা ওয়ালটন গগিন্স, অভিনেত্রী জেনিফার লরেন্স এবং কমেডিয়ান-নাট্যকার কোল এসকোলা।

৬০ বছর বয়সী শাহরুখ তালিকায় উঠে আসার অন্যতম কারণ -এই বছরের মেট গালায় তার নজরকাড়া উপস্থিতি। ইভেন্টে তিনি পরেছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা বিশেষ কালো কাস্টমাইজড পোশাক।

 নিউইয়র্ক টাইমস লিখেছে, “প্রথমবার মেট গালায় অংশ নিয়েই শাহরুখ পুরো অনুষ্ঠানকে যেন নিজের করে নিয়েছিলেন।” তালিকায় তার নামের পাশে সেই অনুষ্ঠানের কয়েকটি ছবি যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: গোল্ডেন গ্লোবে মনোনয়ন পাওয়া সিনেমাগুলো

এরই মধ্যে শাহরুখ ব্যস্ত সময় পার করছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দের নতুন ছবি ‘কিং’–এর শুটিং নিয়ে। ছবিটিতে তার সঙ্গে অভিনয় করছেন সুহানা খান এবং দীপিকা পাড়ুকোন। পরিচালকের সঙ্গে শাহরুখের সর্বশেষ কাজ ছিল ব্লকবাস্টার ‘পাঠান’ (২০২৩)।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়