News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২১, ১০ ডিসেম্বর ২০২৫

সেনাবাহিনীর সঙ্গে জিয়া পরিবারের সম্পর্ক আত্মিক: তারেক রহমান

সেনাবাহিনীর সঙ্গে জিয়া পরিবারের সম্পর্ক আত্মিক: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সেনাবাহিনীর সঙ্গে জিয়া পরিবারের সম্পর্ক ‘আত্মিক’। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০১ জন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা।

তারেক রহমান বলেন, ডাক্তারদের নিষেধ সত্ত্বেও ২১ নভেম্বর সেনাকুঞ্জের অনুষ্ঠানে গিয়েছিলেন আম্মা (বেগম খালেদা জিয়া)। সেনাবাহিনীর সঙ্গে আমাদের পরিবারের সম্পর্কটাই আত্মিক। তিনি অনুষ্ঠানে অংশ নিয়ে মানসিকভাবে এতটাই উজ্জীবিত ছিলেন যে, তাকে দেখে অসুস্থ মনে হয়নি।

তিনি আরও বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, যিনি মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে আপনাদের (অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা) মধ্য থেকে যোগ্যদের দায়িত্ব দিয়ে দেশ পুনর্গঠনের কাজে যুক্ত করা হবে।

বর্তমান পরিস্থিতি নিয়ে তারেক রহমান বলেন, পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। সেগুলো পুনর্গঠন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা এখন জরুরি। জবাবদিহিতা ছাড়া দেশ পুনর্গঠন সম্ভব নয়।

আরও পড়ুন: বিজয়ের মাসেই দেশে ফিরবেন তারেক রহমান: আতিকুর রহমান

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভা পরিচালনা করেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীসহ কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা বক্তব্য দেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়