News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫২, ১০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১০:৫৬, ১০ ডিসেম্বর ২০২৫

অবিক্রীত সব মোবাইল ১৫ ডিসেম্বরের মধ্যে তালিকাভুক্ত করবে বিটিআরসি

অবিক্রীত সব মোবাইল ১৫ ডিসেম্বরের মধ্যে তালিকাভুক্ত করবে বিটিআরসি

ফাইল ছবি

দেশের বাজারে থাকা অবিক্রীত সব মুঠোফোন ১৫ ডিসেম্বরের মধ্যে নিয়মিতকরণ (তালিকাভুক্তি) করার বিশেষ বার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) -এর প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে নিয়ন্ত্রক সংস্থা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় মোবাইল আমদানি ও ভেন্ডর এনলিস্টমেন্ট সনদ প্রদান প্রক্রিয়া সহজতর করার বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যার মধ্যে অন্যতম-বাজারে থাকা সব অবিক্রীত মুঠোফোন দ্রুত তালিকাভুক্তির আওতায় আনা।

সিদ্ধান্তগুলো হলো-

১. ন্যূনতম কাগজপত্র দাখিলের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে ভেন্ডর এনলিস্টমেন্ট সনদ প্রদান এবং বিদেশ থেকে ক্লোন/কপি/ব্যবহৃত/রিফারবিশড মোবাইল হ্যান্ডসেট বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ রোধকল্পে শুধু মুঠোফোনের মূল উৎপাদনকারী সংস্থার পাশাপাশি যেকোনো অনুমোদিত সরবরাহকারীর (অথরাইজড ডিস্ট্রিবিউটর) প্রত্যয়নপত্রসহ (চুক্তির পরিবর্তে) আবেদন করা হলে বিটিআরসি থেকে সহজেই তাদের অনুকূলে আমদানির অনুমোদন করা হবে।

২. একই সঙ্গে ক্লোন/কপি/ব্যবহৃত/রিফারবিশড মোবাইল হ্যান্ডসেট বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ রোধের বিষয়টি নিশ্চিত করে আমদানি প্রক্রিয়া কীভাবে আরও সহজ করা যায়, সে বিষয়ে সুস্পষ্ট লিখিত প্রস্তাব দেবে এমবিসিবি।

৩. এমবিসিবির চাহিদার পরিপ্রেক্ষিতে ১৫ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের বাজারে বিদ্যমান অবিক্রীত সব মোবাইল হ্যান্ডসেট নিয়মিতকরণের উদ্দেশে এ–সংশ্লিষ্ট তথ্য নির্ধারিত ছকে জমা দিলে বিটিআরসি থেকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: রিয়েল-টাইম খবর দিতে বড় সংবাদমাধ্যমগুলোর কনটেন্ট ব্যবহার করবে মেটা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘বেতার যন্ত্রপাতি ব্যবহার, বাজারজাতকরণ ও তালিকা গ্রহণের নির্দেশিকা, ২০২৪’ অনুযায়ী বৈধভাবে মুঠোফোন আমদানি করা হলে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে বিটিআরসি থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়